Kartik Month 2022: কৃষ্ণের অত্যন্ত প্রিয় মাসে এই ৪টি নিয়ম মানলেই জীবন হবে দুর্ভোগমুক্ত!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 17, 2022 | 6:05 AM

Kartik Month Tips: পদ্মপুরাণমতে, কার্তিক মাসকে কৃষ্ণের প্রিয় মাস বলে বর্ণনা করা হয়। এই পবিত্র মাসে চারটি নিয়ম ও টোটকা মেনে চললে জীবন দুর্ভোগমুক্ত হয়।

Kartik Month 2022: কৃষ্ণের অত্যন্ত প্রিয় মাসে এই ৪টি নিয়ম মানলেই জীবন হবে দুর্ভোগমুক্ত!

Follow Us

কার্তিক মাসকে (Kartik Month) হিন্দু ধর্মে (Hinduism) অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই মাসটি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয়। এই মাসে নিয়মিত দান করলে ও রীতি মেনে চললে ঘরে সুখ ও সৌভাগ্য আসে। গৃহে সবসময়ই পজিটিভ বাতাবরণ থাকে। এই মাসে পূজার নিয়ম মেনে চললে সকলেই সুস্থ থাকেন। ধ্য়ান ও উত্‍সবের সঙ্গে আত্মাকে জাগ্রত করার মাস এটি। পুরাণ মতে, এই পবিত্র মাসে নিষ্ঠাভরে উপবাস করলে অশান্তি ও দুর্ভোগ কেটে যায় বলে মনে করা হয়। পদ্মপুরাণমতে, কার্তিক মাসকে কৃষ্ণের প্রিয় মাস বলে বর্ণনা করা হয়। এই পবিত্র মাসে চারটি নিয়ম ও টোটকা মেনে চললে জীবন দুর্ভোগমুক্ত হয়।

কার্তিক মাসে কী কী করবেন

– মনে করা হয়, এই মাসে সূর্য এবং চাঁদের রশ্মি মন এবং শরীরের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই এই মাসে যে কোনও ব্রত পালন করলেই মনের ইচ্ছা ও শুভ ফল লাভ করা যায়।

– আপনি যদি চান যে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়, তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে তুলসীকে জল দিন। এতে সব ধরনের রোগ দূর হয়।

– এই মাসে নারায়ণ পুজো করাও ভাল। শালগ্রামকে ভগবান বিষ্ণুর রূপ বলে মনে করা হয়। এতে জীবনে কোনও ধরনের ঝামেলা সৃষ্ট হয় না।

– নদীতে স্নান করার গুরুত্ব অপরিসীম। প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান করুন। তাতে ভাল ফল পেতে পারেন। এক মাস এভাবে করলে শরীর রোগমুক্ত হয়।

– সেই সঙ্গে সূর্যোদয়ের সময় অর্ধ্যাদান করলে সকল প্রকার দোষ দূর হয়। স্বাস্থ্য থাকবে সুস্থ ও ফিট। শরীর ও মনে থাকা নেগেটিভিটির প্রভাব দূর হয় দ্রুত।

তাত্‍পর্য

কথিত আছে যে কার্তিক পূর্ণিমায় ভগবান বিষ্ণু ‘মাত্যস্য অবতার’ রূপে জন্মগ্রহণ করেছিলেন। কার্তিক পূর্ণিমার সময় চাঁদ তাঁর পূর্ণ শক্তিতে বিরাজমান থাকে। তাই পাপ থেকে দ্রুত পরিত্রাণ পেতে, ব্যক্তিগত ও পেশাগত জীবনের বাধাগুলি দূর করার জন্য পুজো ও টোটকাগুলি মেনে চলুন।

Next Article