Swami Vivekananda: আজই সেই তারিখ! মৃত্যুর দিন সকাল থেকে কী কী করেছিলেন স্বামী বিবেকানন্দ?

Swami Vivekananda: ভোরবেলা ঘড়ির কাঁটায় তখন সবে সাতটা বেজেছে। ঘুম ভাঙল স্বামীজির। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখলেন ৪ঠা জুলাই। স্বাধীন হয়েছিল আমেরিকা। এই জগতের মায়ার বাঁধন, জন্ম-মৃত্যুর চক্র থেকে তাঁরও তো আজ মুক্ত হওয়ার দিন।

Swami Vivekananda: আজই সেই তারিখ! মৃত্যুর দিন সকাল থেকে কী কী করেছিলেন স্বামী বিবেকানন্দ?

Jul 11, 2025 | 10:49 AM

আজই সেই অভিশপ্ত ৪ঠা জুলাই। মাত্র ৩৯ বছর বয়সে ১৯০২ সালে এই দিন দেহ ত্যাগ করেছিলেন স্বামী বিবেকানন্দ। কেমন ছিল স্বামীজির জীবনের শেষ দিনটা? রসিক মানুষ স্বামীজি, বড় ভালবাসতেন ইলিশ খেতে। নিজের শেষ দিনে ইলিশ দিয়েই সেরেছিলেন দুপুরের খাওয়া দাওয়া। আর কী করেছিলেন তিনি? চলুন ফিরে দেখি কেমন ছিল ৪ জুলাই ১৯০২ দিনটা? ভোরবেলা ঘড়ির কাঁটায় তখন সবে সাতটা বেজেছে। ঘুম ভাঙল স্বামীজির। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখলেন ৪ঠা জুলাই। স্বাধীন হয়েছিল আমেরিকা। এই জগতের মায়ার বাঁধন, জন্ম-মৃত্যুর চক্র থেকে তাঁরও তো আজ মুক্ত হওয়ার দিন। সেটা বোধহয় জানতেনই বিবেকানন্দ। মা ভুবনেশ্বরী দেবীর মুখটা বড় মনে পড়ছে। খানিকটা ভারাক্রান্ত মন। ধ্যান করলেন, মনটা যেন একটু ভাল হল। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন