
হিন্দুশাস্ত্র মতে পিতৃপক্ষের ১৬ দিন সময়কালের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস এই সময় নিজের পূর্বপুরুষের অতৃপ্ত বাসনা পূর্ণ করার জন্য শ্রেষ্ঠ সময়। গয়ায় গিয়ে পিন্ডদানের উপযুক্ত সময় এই পিতৃপক্ষের ১৬টা দিন। এতে মুক্তিলাভ করেন পূর্বপুরুষেরা। বিশ্বাস এই সময় আপনার বাড়িতেও জল পাওয়ার আশায় আসেন পূর্বপুরুষেরা। তাই বাড়িতে কুকুর, কাক বা অন্য কোনও প্রাণী এলে তাঁদের না তাড়িয়ে জল-খাবার দেওয়ার কথাও বলেন। কারণ পূর্বপুরুষেরা ছদ্মবেশে আসেন আমাদের কাছ থেকে জল পাওয়ার আশায়।
ভাদ্রপদ পূর্ণিমা থেকে শুরু হয়ে আশ্বিন অমাবস্যায় সমাপ্তি ঘটে পিতৃপক্ষের। এই বছর পিতৃপক্ষ শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
এই বছর পিতৃপক্ষ শেষ হবে রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫। এই দিনই মহালয়া অমাবস্যা, যা পিতৃপক্ষের শেষ দিন।
অমাবস্যা তিথি শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাত ১২:১৬ মিনিটে। অমাবস্যা তিথি শেষ ২২ সেপ্টেম্বর ২০২৫ রাত ১:২৩ মিনিটে। কুতুপ মুহূর্ত সকাল ১১:৫০ থেকে দুপুর ১২:৩৮ পর্যন্ত। রোহিণী মুহূর্ত দুপুর ১২:৩৮ থেকে ১:২৭ পর্যন্ত। অপরাহ্ণ সময় দুপুর ১:২৭ থেকে বিকেল ৩:৫৩ পর্যন্ত।
জ্যোতিষ মতে, মহালয়া অমাবস্যাকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয়। বিশ্বাস, এদিন শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করেন। পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণের প্রথাও প্রচলিত। তাই একে সর্বপিতৃ অমাবস্যা ও দেবপিতৃকার্য অমাবস্যাও বলা হয়।