
ডিসেম্বর-জানুয়ারি মাস হল উত্সবের মাস। তার মধ্যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি হল অন্যতম। বাঙালিদের কাছে এই দিনটি হল অত্যন্ত তাত্পর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। শুধু বাংলা নয়, বাংলার বাইরেও এদিনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়ে থাকে। বাংলা বছরের পৌষ মাসের অন্তিম দিনে পালিত হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। জ্যোতিষশাস্ত্রেও এদিনের আলাদা তাত্পর্য রয়েছে। সাধারণত, প্রতি বছর ১৪ জানুয়ারিতেই পালিত হয় এই বিশেষ দিন। তবে এ বছর কবে পালিত হব মকর সংক্রান্তি, তা জেনে নিন হিন্দু ক্যালেন্ডার বা পঞ্চাঙ্গ অনুসারে।
জ্যোতিষশাস্ত্র মতে, সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। এ দিনে সূর্যদেবের বিশেষ পূজা করা হয়। সূর্য উত্তরায়ণ শুরু হয় এদিন থেকেই। ঘরে রবিশস্য ঘরে তোলার একটি বিশেষ উত্সব পালন করা হয়। যা পৌষ সংক্রান্তি নামেও পরিচিত। মকর সংক্রান্তির দিনে পবিত্র নদীতে বিশেষ করে গঙ্গা নদীতে শাহি স্নানের অনেক গুরুত্ব রয়েছে। গ্রামবাংলা এদিন কোথাও কোথাও লক্ষ্মী পুজো, আবার কোথাও সরস্বতীও পুজো করা হয়। এছাড়া তিল, গুড়, খিচড়ি, ইত্যাদি দান করার রীতি রয়েছে। শাহি স্নান ও দানপর্বের মাধ্যমে রাশিতে সূর্যের অবস্থান আরও শক্তিশালী হয়ে থাকে। মকর সংক্রান্তির দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য নৈবেদ্য সাজিয়ে দেওয়ার একটি প্রথা রয়েছে।
মকর সংক্রান্তির দিন, গঙ্গাসাগর, গঙ্গা নদী, গোদাবরী, প্রয়াগে পবিত্র স্নানের জন্য প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। বেনারস ও গঙ্গাসাগরে স্নানের সময় হিন্দু মতে নানা নিয়ম পালন করা হয়ে থাকে।
মকর সংক্রান্তি কবে পালিত হবে?
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ১৫ জানুয়ারি মধ্যরাত ২টো ৪৩ মিনিটে সূর্যদেব ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবেন। ২০২৪ সারেলর ১৫ জানুয়ারি, মকর সংক্রান্তি পালিত হবে। বাংলা ক্যালেন্ডার মতে, পৌষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি পালিত হবে এদিন। মকর সংক্রান্তির দিন, শুভ সময় হল সকাল ৭টা ১৫ মিনিট থেকে সন্ধ্যে ৫টা ৬ মিনিট পর্যন্ত। এই সময় আরাধনা, জপ, তপস্যা ও দানপর্ব করার জন্যও শুভ। মকর সংক্রান্তিতে, মহাপুণ্য কাল পালিত হবে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ৯ টা পর্যন্ত। এই সময়ে পূজা ও দান করলে সূর্য দেবতার বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে।