AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshay Tritiya 2023: রাতারাতি ধনী হতে অক্ষয় তৃতীয়ায় সোনার গয়না কিনুন সঠিক সময়ে! কখন সেই শুভ সময়?

When To Buy: হিন্দুদের পাশাপাশি, জৈন ধর্মে, অক্ষয় তৃতীয়া প্রথম তীর্থঙ্করকে স্মরণ করা হয়। পৌরাণিক কাহিনি অনুসারে, এদিন তিনি আখের রস খেয়ে তার এক বছরের তপস্বীত্বের অবসান করেছিলেন।

Akshay Tritiya 2023: রাতারাতি ধনী হতে অক্ষয় তৃতীয়ায় সোনার গয়না কিনুন সঠিক সময়ে! কখন সেই শুভ সময়?
| Edited By: | Updated on: Apr 23, 2023 | 7:30 AM
Share

হিন্দু ক্য়ালেন্ডার অনুযায়ী, প্রতি বছর বৈশাখ মাসেক শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়। নববর্ষের পরেই পালিত হলে বাঙালিদের অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব, অক্ষয় তৃতীয়া। হিন্দুদের পাশাপাশি, জৈন ধর্মে, অক্ষয় তৃতীয়া প্রথম তীর্থঙ্করকে স্মরণ করা হয়। পৌরাণিক কাহিনি অনুসারে, এদিন তিনি আখের রস খেয়ে তার এক বছরের তপস্বীত্বের অবসান করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় যে, রাজা-শাসকগণ কোন লাভের আশা না করেই এই শুভ দিনে প্রার্থনা করতেন, দান করতেন ও সম্পদ দান করতেন।

অক্ষয় তৃতীয়া তিথি

এই বছর, মানুষ অক্ষয় তৃতীয়া ২২ এপ্রিল নাকি ২৩ এপ্রিল, তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। তবে পঞ্চাঙ্গ অনুসারে, এই উৎসবটি ২২ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিটে হবে শুরু ও শেষ হবে ২৩ এপ্রিল সকাল ৭টা ৪৭ মিনিটে।

পুজোর সময়

– দিল্লি – সকাল ৭টা ৪৯ মিনিট থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত

– মুম্বই – সকাল ৭টা ৪৯ মিনিট থেকে দুপুর ১২টা ৩৭ মিনিট

– বেঙ্গালুরু – সকাল ৭টা ৪৯ মিনিট থেকে দুপুর ১২টা ১৮ মিনিট পর্ন্ত

– কলকাতা- সকাল ৭ টা ৪৭ মিনিট থেকে দুপুর ৫টা পর্যন্ত

অক্ষয় তৃতীয়া শুভ মুহুর্ত

শুভ মুহুর্ত বা অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্ত শুরু হবে সকাল ৭টা ৪৯ মিনিটে, শেষ হবে ১২টা ২০ মিনিটে।এছাড়াও, চোগাদিয়া মুহুর্ত সকাল ৭টা ৪৯ মিনিটে শুরু হবে ও ২২ এপ্রিল সকাল ৯টা ৪ মিনিটে শেষ হবে। ২৩ এপ্রিল সকাল ৭টা ২৬ মিনিটে শুরু হবে ও ৭টা ৪৭ মিনিটে শেষ হবে।

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময়

২২ এপ্রিলে সোনা কেনার শুভ সময় সকাল ৭টা ৪৯ মিনিট থেকে ২৩ এপ্রিল সকাল ৫টা ৪৮ মিনিটে শেষ হবে৷ এই সময়ের মধ্যে যে কেউ সোনা কিনতে পারবেন।