Bhai Phota 2022: ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় কোনদিকে থাকবে ভাইয়ের মুখ? ভাইবোনের বিশেষ দিনে এই ভুলগুলি এড়িয়ে চলুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 18, 2022 | 9:19 PM

Hindu Rituals: ভাইফোঁটার সময় ফোঁটা দেওয়ার সময় কী কী গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রাখা দরকার, সেগুলি এখনই জেনে নিন...

Bhai Phota 2022: ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় কোনদিকে থাকবে ভাইয়ের মুখ? ভাইবোনের বিশেষ দিনে এই ভুলগুলি এড়িয়ে চলুন

Follow Us

কার্তিক মাসের (Kartik 2022) দ্বিতীয় সপ্তাহে পালিত হয় ভাইফোঁটা (Bhai Phota 2022) বা ভাইদুজ। চলতি বছরের২৭ অক্টোবর, বৃহস্পতিবার পালিত হবে ভাইবোনে সম্পর্কের (Siblings) পবিত্র দিনটি। রাখি বন্ধনের মতই এই উত্‍সবটিও ভাইবোনের জন্য একটি বিশেষ দিন। এই দিন সকল বোনেরা তাদের ভাইয়ের কুপালে চন্দনের ফোঁটা লাগিয়ে দীর্ঘায়ু কামনা করেন। ধর্মীয় বিশ্বাস যে এই দিনে ভাইয়ের কপালে ফোঁটা গিয়ে তাঁর আয়ু বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, ভাইফোঁটার দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা লাগানোর শুভ সময়টি যত্ন নেওয়া উচিত। এছাড়াও এই দিনে তিলক করার সময় ভাই কোন দিকে মুখ করে বসবেন সেদিকেও খেয়াল রাখা দরকার। ভাইফোঁটার সময় ফোঁটা দেওয়ার সময় কী কী গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রাখা দরকার, সেগুলি এখনই জেনে নিন…

ভাইয়ের মুখে কোথায় ফোঁটা দেবেন?

এই পবিত্র দিনে বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেন। এটি করার একটি লক্ষ্য হল তাদের সুখী জীবন ও দীর্ঘায়ু কামনা করা হয়। তবে এই দিনে ফোঁটা লাগানোর সময় বিশেষ খেয়াল রাখা হয়। কোন দিকে মুখ করে বসবেন তাও জরুরি। বাস্তুতন্ত্র অনুসারে ভাইকে ফোঁটা দেওযার সময় তাঁর মুখ যেন পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে থাকা উচিত। এই দিনে ভাইকে ফোঁটা দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয়।

কীভাবে ফোঁটা দেবেন?

ভাইফোঁটা দিনে প্রথমে ময়দা দিয়ে মূর্তি বানিয়ে তাকে পুজো করুন। এরপর একটি আসনের উপর কাঠের আসন রাখুন। এবার ভাইকে সেই জায়গায় বসতে বলুন। এরপর ভাইয়ের কপালে তিলক বা ফোঁটা দিন। বাঙালিদের মধ্যে ভাইয়ের হাতে কালাওয়া বেঁধে দেওয়া হয় না। তবে অবাঙালিদের মধ্যে এই চল রয়েছে। এরপর ভাইকে আরতি করে মুখে মধু, কপালে কালো ফোঁটা, চন্দনের ফোঁটা দেওয়া হয়। তারপর ভাইয়ে মিষ্টি খাইয়ে দিন। সুখী জীবন ও দীর্ঘায়ুর প্রার্থনা করুন।

যে ভুলগুলি করবেন না…

– ভাইফোঁটার দিন ভাই-বোনেরা যেন নিজেদের মধ্যে ঝগড়া করবেন না।

– ভাইয়ের থেকে পাওয়া উপহার যেমনই হোক না কেন , তাকে ও তার দেওয়া উপহারকে কখনও অসম্মান করবেন না।

– ভাইফোঁটার দিন কপালে ফোঁটা দেওযার আগে দুজনেই কিছু খাবেন না।

– ওই দিন মিথ্যা কথা একেবারেই বলবেন না।

– পুজোর সময় কালো কাপড় একেবারেই পরবেন না।

 

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Next Article