Astro Tips: এই দিনে চুল কাটেন, অচিরেই কিন্তু পথে বসতে হতে পারে!

Astro Tips: জ্যোতিষ শাস্ত্র বলছে, রবিবার চুল, দাড়ি, নখ কাটালে সম্পদহানি হতে পারে। জীবনে নেমে আসতে পারে চরম, অর্থকষ্ট। অশান্তিও শুরু হতে পারে পরিবারে।

Astro Tips: এই দিনে চুল কাটেন, অচিরেই কিন্তু পথে বসতে হতে পারে!
Image Credit source: Meta AI

Jan 30, 2025 | 6:53 PM

শনি-রবি ছুটির দিন, তাই এই সব দিনে চুল, দাঁড়ি, গোফ কাটতে পছন্দ করেন অনেকে। যদিও জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, এই কাজ করা একদম উচিত নয়। এতে নিজের অমঙ্গল ডেকে আনছেম আপনি। জানেন, কোন দিন চুল, দাঁড়ি কাঁটা শুভ? কী বলছে জ্যোতিষ শাস্ত্র?

জ্যোতিষ শাস্ত্র বলছে, রবিবার চুল, দাড়ি, নখ কাটালে সম্পদহানি হতে পারে। জীবনে নেমে আসতে পারে চরম, অর্থকষ্ট। অশান্তিও শুরু হতে পারে পরিবারে।

সোমবার চুল, দাড়ি কাটালে মানসিক অবস্থার অবনতি হতে পারে, বলছে জ্যোতিষ শাস্ত্র। তাই নিজের মনকে ভাল রাখতে হলে এই দিন চুল না কাটাই ভাল।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে মঙ্গলবার চুল, দাড়ি কাটানো একেবারেই শুভ নয়। বুধবার চুল, দাড়ি কাটানোর আদর্শ দিন। তবে ওই দিন কারও জন্মবার হলে চুল, দাড়ি, নখ না কাটানোই ভাল, বলছে জ্যোতিষশাস্ত্র।

বৃহস্পতিবার চুল কাটালে আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। তবে শুক্রবার চুল কাটানোর আদর্শ দিন। জ্যোতিষ মত বলছে, শনিবার চুল বা দাড়ি একেবারে কাটানো উচিত নয়।