AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tulsi Vastu Tips: রাম না কৃষ্ণ, কোন তুলসী গাছ বাড়িতে লাগানো সবচেয়ে শুভ?

Puja Rituals: হিন্দু ধর্মে তুলসীর গুরুত্ব অপরিসীম। একদিকে যেখানে বাড়িতে তুলসীর পুজো হয়, অন্যদিকে তুলসীরও রয়েছে আয়ুর্বেদিক গুরুত্ব। তুলসী গাছ দুই প্রকার, রাম তুলসী এবং অপরটি হল শ্যামা তুলসী গাছ। বাড়িতে কোন ধরণের গাছ রাখা সবচেয়ে শুভ , তা হয়ত অনেকেই জানেন না।

Tulsi Vastu Tips: রাম না কৃষ্ণ, কোন তুলসী গাছ বাড়িতে লাগানো সবচেয়ে শুভ?
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 5:09 PM
Share

ক্যালেন্ডার অনুসারে, আগামী ২৪  নভেম্বর শুক্রবার পালিত হবে তুলসী বিভা বা তুলসী বিবাহ। কথিত আছে, এদিনে শালিগ্রামের সঙ্গে তুলসীদেবী বিবাহ হয়েছিল। হিন্দুধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তাই নিয়মিত তুলসী গাছকে জল নিবেদন করলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।  হিন্দু ধর্মে তুলসীর গুরুত্ব অপরিসীম। একদিকে যেখানে বাড়িতে তুলসীর পুজো হয়, অন্যদিকে তুলসীরও রয়েছে আয়ুর্বেদিক গুরুত্ব। তুলসী গাছ দুই প্রকার, রাম তুলসী এবং অপরটি হল শ্যামা তুলসী গাছ। বাড়িতে কোন ধরণের গাছ রাখা সবচেয়ে শুভ , তা হয়ত অনেকেই জানেন না। রাম ও শ্যামা তুলসীর মধ্যে পার্থক্য কী? কোন তুলসী গাছ কে পুজো করা উচিত? তার পুরোটা জানুন।

রাম তুলসী গাছ 

অধিকাংশ হিন্দুর বাড়িতে সবুজ পাতায় ভরা তুলসী গাছ পুঁতে পুজো করে থাকেন। এই তুলসী গাছকে রাম তুলসী, উজ্জ্বল তুলসী, শ্রী তুলসী ও লাকি তুলসী নামে ডাকা হয়। রাম তুলসীর স্বাদ কিছুটা মিষ্টি হয়। রাম তুলসী সুখ, সমৃদ্ধি ও উন্নতি প্রতীক বলে মনে করা হয়।

শ্যামা তুলসী 

এই তুলসী গাছের পাতা কালো ও গাঢ় বেগুনি রঙের পাতা থাকে, তাই একে শ্যামা তুলসী বলা হয়। কালো রঙের কারণে একে কৃষ্ণ তুলসীও বলা হয়। অনেকেই মনে করেন, শ্যামা তুলসী শ্রীকৃষ্ণের প্রিয় একটি গাছ। শ্যামা তুলসীর স্বাদ রাম তুলসীর মতো মিষ্টি নয়। তবে শ্যামা তুলসীর আরও আয়ুর্বেদিক গুণ রয়েছে।

বাড়িতে কোন তুলসী গাছ লাগানো উচিত?

বাড়িতে রাম  ও কৃষ্ণ তুলসীর যে কোনও একটি গাছ লাগিয়ে পুজো করতেই পারেন। তবে পূজার দিক থেকে বাড়ির উঠোনে একটি রাম তুলসী গাছ লাগালে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। রাম তুলসী গাছ লাগালে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে, নেতিবাচক শক্তিও  দূর হয় সঙ্গে সঙ্গে।

কখন তুলসী গাছ লাগাবেন?

কার্তিক মাসে তুলসী গাছ মাটিতে পোঁতা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কার্তিক মাসের বৃহস্পতিবার তুলসী গাছ লাগানোর জন্য খুবই ভালো। কারণ এই দিন ও মাস দুটোই ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। তুলসী হলেন বিষ্ণুর খুব প্রিয়। তাই তুলসী গাছের পুজো ছাড়া তাঁর পূজা সম্পূর্ণ হয় না। কার্তিক মাস ছাড়াও যেকোনও মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার তুলসীর চারা মাটিতে পোঁতা যেতে পারে।

তুলসী নিয়ে ৭টি গুরুত্বপূর্ণ বিষয়

১. বাড়ির আঙিনায় তুলসীর চারা রোপণ করা শুভ।

২. বাড়ির উত্তর-পূর্ব বা পশ্চিম দিকে তুলসী গাছ লাগানো যেতে পারে।

৩. বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ লাগানো উচিত নয় কারণ, পূর্বপুরুষের দিক।

৪. রবিবার ও একাদশীতে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়।

৫. চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া করবেন না।

৬. বাড়ির বারান্দা যদি উত্তর বা পূর্ব দিকে হয়, তাহলে সেখানে তুলসী গাছ লাগাতে পারেন।

৭. দেবীলক্ষ্মী তুলসী গাছে বাস করেন। আর এই গাছ উত্তর দিকে লাগালে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। উত্তর দিক হল কুবেরের দিক। এদিকে তুলসী গাছ লাগালে ধনসম্পত্তি, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।