Premanand Maharaj: প্রেমানন্দ মহারাজের আসল নাম কী জানেন? কী ভাবে সন্ন্যাসী হয়ে উঠলেন তিনি?

Apr 03, 2025 | 6:30 PM

Premanand Maharaj: প্রেমানন্দ মহারাজ ভগবান কৃষ্ণ এবং রাধা রানীর ভক্ত। কিন্তু আপনি কি জানেন প্রেমানন্দ মহারাজ কী ভাবে সন্ন্যাসী হয়েছিলেন?

Premanand Maharaj: প্রেমানন্দ মহারাজের আসল নাম কী জানেন? কী ভাবে সন্ন্যাসী হয়ে উঠলেন তিনি?

Follow Us

বৃন্দাবনবাসী প্রেমানন্দ মহারাজের আজ আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন নেই। তাঁর ক্ষ্যাতি ছড়িয়ে দেশে-বিদেশে। সারা বিশ্ব থেকে মানুষ বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের ‘শ্রী রাধাকেলী কুঞ্জ আশ্রমে’ আসেন। সাধারণ মানুষের পাশাপাশি, বড় বড় অভিনেতা, নেতা, খেলোয়াড়রাও তাঁর আশ্রমে আসেন তাঁর ধর্মোপদেশ শোনার জন্য। প্রেমানন্দ মহারাজ ভগবান কৃষ্ণ এবং রাধা রানীর ভক্ত। কিন্তু আপনি কি জানেন প্রেমানন্দ মহারাজ কী ভাবে সন্ন্যাসী হয়েছিলেন?

১৯৬৯ সালের উত্তর প্রদেশের কানপুর মহানগরী। সেখানের নারওয়াল তহসিলের আখরি গ্রামে জন্ম হয় এক ছোট্ট ছেলের। ব্রাহ্মণ পরিবারে জন্মানো ছেলের নাম রাখা হয় অনিরুদ্ধ পাণ্ডে। বাবার নাম ছিল শম্ভু পান্ডে এবং মায়ের নাম রমা দেবী।

ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিল অনিরুদ্ধ। আর পাঁচটা বাচ্চার মতো নয়। কথিত ছোটবেলায় কোনও কারণে বিথুরে গিয়েছিল অনিরুদ্ধ। সেখানে তার মনে জন্ম নেয় সাধু হওয়ার বাসনার। সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে চায় অনিরুদ্ধ। মাত্র ১৩ বছর বয়সে ঠিক করে তিনি সাধু হবেন এবং সন্ন্যাসীর জীবনযাপন করবেন।

এর পরেই বিথুর থেকে কানপুরে ফিরে বাড়ি ছাড়ে অনিরুদ্ধ। তখন তাঁর বয়স মাত্র ১৩। বাড়ি ছেড়ে বারাণসীতে চলে আসেন। গঙ্গার তীরে বসবাস শুরু করেন। পালন করেন ত্যাগের জীবনযাপন। অনিরুদ্ধ বাড়ি ছাড়লেও আজও তাঁর বড় ভাই এবং ভাগ্নেরা কানপুরের বাড়িতে থাকেন। যদিও বাড়ি ছাড়ার পরে আর পিছনে ফিরে তাকাননি প্রেমানন্দ মহারাজ। ফেরেননি নিজের বাড়িতেও।

শোনা যায় প্রেমানন্দ মহারাজের সঙ্গে বারাণসীতে পরিচয় হয় এক সাধকের। তিনিই তাঁকে বৃন্দাবনে নিয়ে আসেন। এখানেই নানা ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন প্রেমানন্দ মহারাজ। ঠাকুর শ্রী রাধাবল্লভ সম্প্রদায় থেকে দীক্ষা গ্রহণ করেন। বৃন্দাবনে আসার পর, প্রেমানন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর ভক্ত হয়ে ওঠেন। আজ তাঁর ভক্ত সংখ্যা লাখ লাখ। মহারাজকে একবার দেখার জন্য দাঁড়িয়ে থাকেন অনেকে।

Next Article