Eid-Ul-Fitr 2023: শুভেচ্ছা জানানোর আগে জেনে নিন কেন ইদ মুবারক বলা হয়?

Importance of Eid Ul-Fitr: ইসলাম ধর্মানুযায়ী ঈদের ধর্মীয় সংজ্ঞা হল, পবিত্র রমজানে একমাস রোজা বা সিয়াম সাধনার পর শাওয়াল মাসের পয়লা তারিখে খুশি বা উত্‍সব উদযাপনকে ঈদ বলা হয়।

Eid-Ul-Fitr 2023: শুভেচ্ছা জানানোর আগে জেনে নিন কেন ইদ মুবারক বলা হয়?

| Edited By: দীপ্তা দাস

Apr 22, 2023 | 5:54 PM

আনন্দ উদযাপন কল্যাণময় হোক, এমন বার্তার অর্থই হল ইদ মোবারক। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ইদের দিনে এই শুভেচ্ছাবার্তায় সম্বোধন করে থাকেন। রমজান মাসে কঠিন উপবাসের পর শেষ শুক্রবারের পর শনিবার পালিত হচ্ছে খুশির ইদ। প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করে যারা ত্যাগ, নিষ্ঠা ও প্রার্থনার মাস পার করেছেন, এগুলো তাদের জন্য সুখের। ঈদ নিজেই একটি উপহার। রমজানের দিনগুলিতে আলবিদা ও ইদ একে অপরের সঙ্গে সংযুক্ত। বিদায়ের সময়, আল্লাহর প্রিয় মাস রমজানের পবিত্র মাসে নীতি, শৃঙ্খলা, নিয়ম ও সংযমের সঙ্গে এই মাসটি অতিবাহিত করেন ইসলাম ধর্মাবলম্বীরা।

ইদুল ফিতরের সময় নবি মুহাম্মদ সাহাবিদের সাথে সাক্ষাতের সময় একে অপরকে বলতেন “তাকাব্‌বাললাল্‌লাহু মিন্‌না ওয়া মিন্‌কুম্‌”, এর অর্থ হল, “আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন”। মুসলিমরা বিশ্ব জুড়ে, ঈদ শুভেচ্ছা বিনিময়ে অনেক বৈচিত্র‍্য বিদ্যমান। সাধারণত, আরব মুসলমানরা “ঈদ মোবারক” শব্দগুচ্ছ ব্যবহার করে থাকেন। ঈদ শব্দটির অর্থ হল উৎসব। ইসলাম ধর্মের অনুসরণকারীদের প্রধান ধর্মীয় উৎসবগুলির মধ্যে খুশির ইদ হল অন্যতম। ইসলাম ধর্মানুযায়ী ঈদের ধর্মীয় সংজ্ঞা হল, পবিত্র রমজানে একমাস রোজা বা সিয়াম সাধনার পর শাওয়াল মাসের পয়লা তারিখে খুশি বা উত্‍সব উদযাপনকে ঈদ বলা হয়।

সারা বিশ্বে আজ পালিত হচ্ছে খুশির ইদ। রমজানের শেষ দশ দিনকে মাগফিরাত বলা হয়, অর্থাৎ এতে আল্লাহ তাঁর ভক্তদের ক্ষমা করে দেন। রমজান ও ইদের মধ্যে আরও একটি জিনিস রয়েছে যা আমাদের ভ্রাতৃত্বের দিকে সংযুক্ত করে। তা হলো জাকাত। বার্ষিক আয়ের কিছু শতাংশ নিজের চেয়ে অর্থনৈতিকভাবে দুর্বলদের সাহায্য করার জন্য ব্যয় করা হয়। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা, অর্থাত দুর্বলকে প্রায় দুই কেজি গম, যব বা তার মূল্য দেওয়া। এটি শুধুমাত্র ফিতরা প্রদানের জন্যই ঈদুল ফিতর।