Hand Blessing: বাম নয়, ডান হাত দিয়ে কেন আশীর্বাদ করি আমরা? জানেন না ৯৯ শতাংশ

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

May 15, 2024 | 4:41 PM

Hindu Rules: শাস্ত্রেও উল্লেখ রয়েছে, নিয়ম মেনে প্রতিদিন বাবা-মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। বিশ্বাস করা হয়, যে কোনও শুভ কাজে শুধুমাত্র ডান হাত ব্যবহার করা হয়। কারণ ডান হাত দিয়ে যদি কাজ করার কথা ভাবা হয়, তাহলে সর্বপ্রথম আশীর্বাদ প্রদান করার কথাই উঠে আসে।

Hand Blessing: বাম নয়, ডান হাত দিয়ে কেন আশীর্বাদ করি আমরা? জানেন না ৯৯ শতাংশ

Follow Us

বাড়ির বড়রা বা প্রবীণদের পায়ে হাত দিয়ে প্রণাম করার একটি প্রাচীন প্রথা বা রীতি। কোনও শুভ অনুষ্ঠানে বড়দের সঙ্গে দেখা হলে হাসি মুখ করে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার এক চিরাচরিত প্রথা রয়েছে বাঙালির সংস্কৃতিতে। শুধু প্রণাম করেই ক্ষান্ত হন না, বড়দের কাছ থেকে আশীর্বাদ নিতে ভোলেন না। বড়রাও খুশি হয়ে ডান বা দুহাত তুলে আশীর্বাদ করেন। আশীর্বাদের জন্য ডান হাত ব্যবহার করা হয়ে থাকে বরাবর।

শাস্ত্রেও উল্লেখ রয়েছে, নিয়ম মেনে প্রতিদিন বাবা-মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। বিশ্বাস করা হয়, যে কোনও শুভ কাজে শুধুমাত্র ডান হাত ব্যবহার করা হয়। কারণ ডান হাত দিয়ে যদি কাজ করার কথা ভাবা হয়, তাহলে সর্বপ্রথম আশীর্বাদ প্রদান করার কথাই উঠে আসে। পুজো হোক, আশীর্বাদ হোক বা যে কোনও শুভ অনুষ্ঠান হোক, প্রতিটি শুভ কাজ শুধুমাত্র ডান হাত দিয়েই করা হয়। বিশ্বাস করা হয় যে ডান হাত থেকে আশীর্বাদ প্রাপ্ত হলে, জীবনে ইতিবাচক পরিবর্তন ও শুভ ফল হয়।

 ডান হাত কেন শুভ বলে মনে করা হয়?

ডান হাত সূর্য শক্তির সঙ্গে সম্পর্কিত, তাই ডান হাতকে শুভ বলে মনে করা হয়। ডান হাতে আশীর্বাদ করা হলে পজিটিভিটি বৃদ্ধি পায়। মানুষের শরীরের ডান দিক শক্তি ও ইতিবাচক শক্তির গুণগুলি রয়েছে ভরপুর। বিপরীত দিকে, বাম দিকটি দুর্বলতা ও নেতিবাচকতার প্রতীক।

Next Article