হিন্দু বাড়িতে সধবা মহিলাদের কোনও পুজো, উৎসব বা অনুষ্ঠানে পায়ে আলতা খুব সাধারণ দৃশ্য। ছোটোবেলা থেকেই দেখা যায় মায়েরা-দিদিমারা পায়ে যত্ন নিয়ে আলতা পরছেন।
আবার হিন্দু দেবী দের হাতে পায়ে আলতা পরিহিতা অবস্থায় পুজো করি আমরা। দেবী দুর্গা থেকে রণচন্ডী কালী, বিদ্যার দেবী সরস্বতী আবার ধন সম্পদের দেবী লক্ষ্মী সকলের হাতে পায়ে আলতা থাকে। কুমারী পুজো, বিয়ের সময় বা অনান্য শুভ অনুষ্ঠানে আলতা পরার চল রয়েছে। এই আলতাকে মহাভার বলা হয় কোথাও কোথাও। কিন্তু কেন আলতা পরতে হয় জানেন?
হিন্দু ধর্ম মতে কোনও শুভ কাজ বা পুজোর সময় আলতা পরাকে শুভ প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই কারণেই উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা এবং বাংলার মতো জায়গায় আলতা ছাড়া বিয়ের সময় কনের মেকআপ অসম্পূর্ণ বলে মনে করা হয়।
ওড়িশা এবং বাংলায় পায়ে ছাড়াও কনের হাতেও আলতা পরার প্রথা রয়েছে। আলতা ষোল সাজের একটি বিশেষ অংশ। মনে করা হয় ১৬টি বিশেষ অলংকারে সেজে উঠলে তবেই সম্পূর্ণ হয় মহিলাদের সাজ। সেই ১৬ সাজের একটি হল আলতা। মনে করা হয় সধবারা পায়ে আলতা পরলে সংসার সুখের হয়, ঘরে সম্পদ আসে। এই কারণেই পায়ে আলতা পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।