Chhath Puja 2023: ছট পুজোর শুভলগ্নে নাক থেকে সিঁথি পর্যন্ত কমলা সিঁদুর কেন পরা হয়?

Hindu Rituals: ছট উত্‍সবের অন্যতম রীতি হল পুজো শেষে ও শুভলগ্নে মহিলারা নাক থেকে মাথা পর্যন্ত টেনে কমলা বা মেটে রঙের সিঁদুর লাগিয়ে থাকেন। এই প্রথা বহু প্রাচীন। স্বামী ও সন্তানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনার উদ্দেশ্যে মহিলারা সুহাগের প্রতীক হিসেবে সিঁদুর পরে থাকেন। কিন্তু সিঁথি ছাড়িয়ে নাক পর্যন্ত কেন টেনে পরেন?

Chhath Puja 2023: ছট পুজোর শুভলগ্নে নাক থেকে সিঁথি পর্যন্ত কমলা সিঁদুর কেন পরা হয়?

| Edited By: দীপ্তা দাস

Nov 18, 2023 | 5:52 PM

চারদিনের ছটপুজোয় রয়েছে নানা রীতি। হিন্দু মতে, কার্তিক মাসের অমাবস্যার পর, ষষ্ঠীতে পুজো হয় ছঠি মাইয়া। ক্যালেন্ডার মতে, এ বছর ছট উত্‍সব পালিত হচ্ছে ১৭ নভেম্বর থেকে। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সূর্যের উপাসনাকে কেন্দ্র করে এই পুজোয় নারী-পুরুষ, উভয়েই ২৪ ঘণ্টারও বেশি উপবাস পালন করে থাকেন। এছাড়া এই পুজোয় প্রচুর ফল ও শাকসবজি নৈবেদ্য হিসেবেও নিবেদন করা হয় সূর্যদেবকে। ছট উত্‍সবের অন্যতম রীতি হল পুজো শেষে ও শুভলগ্নে মহিলারা নাক থেকে মাথা পর্যন্ত টেনে কমলা বা মেটে রঙের সিঁদুর লাগিয়ে থাকেন। এই প্রথা বহু প্রাচীন। স্বামী ও সন্তানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনার উদ্দেশ্যে মহিলারা সুহাগের প্রতীক হিসেবে সিঁদুর পরে থাকেন। কিন্তু সিঁথি ছাড়িয়ে নাক পর্যন্ত কেন টেনে পরেন? মনে করা হয়, লম্বা করে সিঁদুর পরা হলে পরিবারের সুখ-শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পাওয়া যায়। এছাড়া কমলা বা মেটে রঙের সিঁদুঁরকে অনেকে ধসাও বলে থাকেন। এইভাবে সিঁদুর পরার পিছনে রয়েছে নানা লৌকিক বিশ্বাস।

ছট উপলক্ষ্যে যারা যারা উপবাস করে থাকেন, বিশেষ করে মহিলারা উপবাস রাখেন, তারাই সিঁদুর লাগিয়ে থাকেন। হিন্দুদের বিশ্বাস, সিঁথিতে বিবাহিতারা সিঁদুর পরে থাকেন, স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য। পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধির অন্যতম প্রতীক হল সিঁদুর। হিন্দুরা আরও বিশ্বাস করেন, যেসব মহিলারা মাথায় সিঁদুরের ছোঁয়া দেন না, নিয়মিত পুজো ও স্নানের পর সিঁদুর সিঁথিতে রাখেন না, তাঁদের স্বামীরা সমাজে কোনও অংশেই উন্নতি ও সম্মান বৃদ্ধি করতে পারে না। বৈবাহিক ও পারিবারিক জীবনেও আসেন সংকীর্ণতা। সেই অন্ধকার পরিস্থিতিকে তাড়াতেই ছটপুজোয় শুভলগ্নে নাক থেকে সিঁথি পর্যন্ত লম্বা করে সিঁদুর পরেন মহিলারা।

হিন্দুধর্মে বিবাহের সময় একটি পর্ব রয়েছে, তা হল সিঁদুর দান পর্ব। লাল রঙের সিঁদুর কনের সিঁথিতে কুলো বা রুপোর কয়েন দিয়ে পরিয়ে দেন। তবে ছট পুজোয় লাল নয়, হলুদ বা কমলা রঙের সিঁদুর সিঁথিতে পরা হয়। এই বিশেষ সিঁদুর নাক থেকে কপাল পর্যন্ত পরার বিধান রয়েছে। বিশ্বাস করা হয়, এই সিঁদুর পরলে বিবাহিতাদের সব চাহিদা পূরণ হতে পারে। কথিত আছে, এই রঙের সিঁদুর দেবী ষষ্ঠীও পরেন। এই সিঁদুর সিঁথিতে ব্যবহার করলে সূর্যদেবের আশীর্বাদও পাওয়া যায়। সমাজে স্বামীর সম্মান ও উন্নতিও বৃদ্ধি হয়। এছাড়া হিন্দুধর্মে বিশুদ্ধ সিঁদুর বলতে এই রঙের সিঁদুরকেই বোঝায়। ছটপুজোর সময় মেটে রঙের সিঁদুর নিবেদন করারও চল রয়েছে।