
বৃহস্পতিবার মানেই লক্ষ্মীবার। এদিন দেবী লক্ষ্মীর আরাধনার সঙ্গে সঙ্গে বিষ্ণদেবেরও পুজো করা হয়ে থাকে। অনেকে আবার লক্ষ্মী ও নারায়ণের আরাধনা করে আশীর্বাদ পেতে ও নিজের মনোষ্কামনা পূরণের জন্য গুরুবারে উপবাস পালন করা হয়ে থাকেন। মনে করা হয়, কর্মজীবনে বড়সর সাফল্য পেতেও বিবাহের পথে সব বাধা দূর করতে বৃহস্পতিবার উপবাস পালন করা উচিত। পাশাপাশি লক্ষ্মী-নারায়ণের পুজো করলে তা আরও সুফল পাওয়া যায়। বৃহস্পতিবার উপবাসের সবচেয়ে বড় নিয়ম হল এদিনে কোনও রান্নায় নুন বা লবণ ব্যবহার করা উচিত নয়। সন্ধ্যের সময় ভগবান বিষ্ণুকে মিষ্টি খাবার নিবেদন করা হয়। সেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাস শেষ হয়। বিষ্ণুদেবের আরাধনা ও উপবাস করলেও সৌভাগ্য বৃদ্ধি হয়। আরও একটি নিয়ম রয়েছে, যার ফলে বৃহস্পতিবারের গুরুত্ব দ্বিগুণ করে তুলেছে। এদিন খিচড়ি ও কলা খাওয়া উচিত নয়। কিন্তু কেন বৃহস্পতিবার এই দুটি জিনিস খাওয়া নিষিদ্ধ, তা জেনে নিন…
বৃহস্পতিবার কলা কেন খাওয়া নিষিদ্ধ
বৃহস্পতিবার উপবাস না করলেও কলা খাওয়া উচিত নয়। কারণ মনে করা হয়, কলা গাছে ভগবান বিষ্ণুর বাস। তাই বৃহস্পতিবার কলা পাতা বা কলা ছিঁড়ে ফেলা শুভ নয়। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করলেও সেই কলা ভোগ হিসেবেও এদিনে কলা খাওয়া নিষিদ্ধ। বৃহস্পতিবার কলা খেলে ভগবান বিষ্ণুর পূর্ণ আশীর্বাদ পাওয়া যায় না। সম্পদের দেবী লক্ষ্মীও আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন। তার জেরে জীবনে আর্থিক সংকটে পড়তে হতে পারেন ভক্তরা।
লক্ষ্মীবারে কেন খিচুড়ি খাওয়া উচিত নয়
বৃহস্পতিবার যে কোনও হলুদ জিনিস খাওয়াই নিষিদ্ধ। বৃহস্পতিবার খিচড়ি খাওয়া শুভ বলে মনে করা হয় না। রান্নায় হলুদ ব্যবহার করাও উচিত নয়। বৃহস্পতিবার খিচুড়ি খেলে নিজ নিজ গ্রহ দুর্বল হয়ে যায়। ভাগ্যের সমর্থনও পাওয়া যায় না। এছাড়া বৃহস্পতিবার খিচুড়ি খেলে ঘরে দারিদ্র্য প্রবেশ করে। দিন দিন আয় কমতে থাকে, তেমনি খরচও বাড়তে থাকে। বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য বৃহস্পতিবার খিচুড়ি ও কলা খাওয়াও এড়িয়ে চলুন।