Maha Shivratri 2025: বাড়িতে বসেই পেয়ে যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরের মহাপ্রসাদ! কী ভাবে জানেন?

Kashi Vishwanath Temple: বাড়িতে বসেই করতে পারবেন পুণ্য অর্জন। খেতে পারেন কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসাদ।

Maha Shivratri 2025: বাড়িতে বসেই পেয়ে যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরের মহাপ্রসাদ! কী ভাবে জানেন?
Image Credit source: Getty Images

Feb 26, 2025 | 8:04 PM

মহাশিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালতে পারেননি? যেতে পারেননি মহাকুম্ভে স্নান করতে? তবু কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন পুণ্য অর্জন। খেতে পারেন কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসাদ। বাড়িতে বসেই কাশী বিশ্বনাথ মন্দিরের মহাপ্রসাদ অর্ডার করতে পারেন। মহাশিবরাত্রিতে কেউ যাতে ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার জন্য, বাবা বিশ্বনাথের মহাপ্রসাদ এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে। বারাণসীর বিখ্যাত বাবা কাশী বিশ্বনাথ ধামের মহাপ্রসাদ অনলাইনে অর্ডার করতে পারবেন আপনি।

কাশী বিশ্বনাথের মহাপ্রসাদ সুইগি ইন্সটামার্টে পাওয়া যাচ্ছে। মাত্র ১০ মিনিটে তা আপনার বাড়ি পৌঁছে যাবে। মহাশিবরাত্রিতে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রসাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করবে সুইগি।

অনলাইন ফুড ডেলিভারি অ্যাপটিতে কাশী বিশ্বনাথ মন্দিরের মহাপ্রসাদ অনায়াসে অর্ডার করতে পারবেন। প্রসাদ কেনার খরচ ১০৮ টাকা। অনলাইন ফুড ডেলিভারি সংস্থা দিল্লি, আগ্রা, ফরিদাবাদ, সোনিপত, নয়ডা, বেরেলি, আলিগড়, পানিপত, গোয়ালিয়র, মোরাদাবাদ, মিরাট, ভিওয়ান্ডি এবং মথুরায় কাশী বিশ্বনাথ মহাপ্রসাদ সরবরাহ করবে বলেও জানা গিয়েছে।

ডাক বিভাগের স্পিড পোস্ট পরিষেবার মাধ্যমে দেশের যে কোনও প্রান্তে এই প্রসাদ পৌঁছে দেওয়া হয়। এর জন্য, আপনাকে আপনার নিকটতম পোস্ট অফিসে ২৫১ টাকার একটি ই-মানি অর্ডার পাঠাতে হবে।

ওই প্রসাদে থাকবে –

১। কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের ছবি
২। মহামৃত্যুঞ্জয় যন্ত্র
৩। শিব চালিশা
৪। ১০৮টি পুঁতির রুদ্রাক্ষ জপমালা
৫। বেলপাত্রা
৬। মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাওয়া ভগবান শিবের মুদ্রা
৭। ছাই
৮। বিশেষ সুতো যা বিপদ থেকে আপনাকে রক্ষা করবে
৯। রুদ্রাক্ষ পুঁতি
১০। শুকনো ফলের প্যাকেট এবং চিনির মিছরি