Numerology: আপনি কেমন মানুষ, কী পছন্দ বলে দেবে জন্মতারিখ! কী ভাবে জানেন?

Dec 29, 2024 | 4:43 PM

Numerology: কারও ব্যাক্তির মুলাঙ্ক তাঁর জন্মদিনের উপর নির্ভর করে। জানেন কোন মুলাঙ্কের ব্যাক্তিরা কেমন হয়?

Numerology: আপনি কেমন মানুষ, কী পছন্দ বলে দেবে জন্মতারিখ! কী ভাবে জানেন?
Image Credit source: Daniele DAILLOUX

Follow Us

সংখ্যাতত্ত্ব নিজেই এক বিজ্ঞান। সংখ্যাতত্ত্বের মাধ্যমে জন্ম তারিখ থেকে প্রাপ্ত সংখ্যা দ্বারা একজন ব্যক্তির যোগ্যতা, অসুখ, প্রকৃতি এবং ভবিষ্যত ইত্যাদি বলা যেতে পারে। কারও ব্যাক্তির মুলাঙ্ক তাঁর জন্মদিনের উপর নির্ভর করে। জানেন কোন মুলাঙ্কের ব্যাক্তিরা কেমন হয়?

মুলাঙ্ক ১ – হলে এই ধরনের লোকেরা সাধারণত চওড়া কাঁধ, শক্তিশালী পাঞ্জার অধিকারী হয়। এই ধরনের লোকেরা তাদের লক্ষ্য অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকে। এই ধরনের লোকেরা চ্যালেঞ্জ পছন্দ করে।

মুলাঙ্ক ২ – এই ব্যাক্তিরা অন্যদের সহজেই আকর্ষণ করতে পারে। এঁরা সৌন্দর্যের পূজারী হয়। কেউ আবার সংবেদনশীল হয়। বাইরে থেকে শক্ত ধাতের হলেও এঁদের মন নরম হয়।

এই খবরটিও পড়ুন

মুলাঙ্ক ৩ – এঁদের মধ্যে সবসময় নতুন কিছু চেষ্টা করার তাগিদ থাকে। এঁরা কম বলে, ভাল শ্রোতা। নিজের লক্ষ্য অর্জনে সক্রিয় থাকে। সাধারণ জীবনযাপন করতেই বেশি পছন্দ করেন এঁরা।

মুলাঙ্ক ৪ – এই মানুষদের মধ্যে বিপ্লবী চেতনা বেশি থাকে। এঁরা বহুমুখী প্রতিভার অধিকারী হন। অন্যদের প্রভাবিত করতে এঁদের জুড়ি মেলা ভার। এঁদের ব্যয়ের হাত বেশি।

মুলাঙ্ক ৫ – এই লোকেরা স্পষ্ট এবং দ্রুত সিদ্ধান্ত নিতে বিশেষভাবে পটু। শারীরিক পরিশ্রমের চেয়ে মানসিক কাজ করতে বেশি পছন্দ করেন। এঁরা দ্রুত মানুষের সঙ্গে মিশে যেতে পারে।

মুলাঙ্ক ৬ – এই মানুষরা শিল্প, সংস্কৃতিতে খুব আগ্রহী হয়। সময়ের প্রতি বিশেষ যত্নবান হয়। ছয় নম্বর ব্যক্তিরা সৌন্দর্য প্রেমী হয়। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বেশি থাকে।

মুলাঙ্কা ৭ – সমাজে পরিবর্তন আনতে এঁদের ভূমিকা থাকে। এঁরা ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি খুব আগ্রহী হয়। অন্যদের বুঝতে এঁদের জুড়ি মেলা ভার। একাকী জীবনযাপন করতে পছন্দ করেন।

মুলাঙ্কা ৮ – এঁরা সহনশীল এবং সব ধরনের প্রতারণা এড়িয়ে যেতে পারে। এঁদের আচরণ এবং জীবন রহস্যময় হয়। এই ধরনের লোকেরা বেশিরভাগই যে কোনও বিষয়ে নিয়ে গবেষণা করতে পছন্দ করে।

মুলাঙ্ক ৯ – এঁদের চরিত্রের মূল দিক হল ‘কাভি খুশি, কাভি গম।’ এঁরা দয়ালু স্বভাবের হয়। এঁদের পারিবারিক জীবন স্বাভাবিক। অন্যের বিষয়ে নাক গলানো এঁদের স্বভাব বিরুদ্ধ।

Next Article