IPL 2021: ১৪ টিভি ক্রু মেম্বার করোনা আক্রান্ত, আতঙ্ক বাড়ছে আইপিএলে

আইপিএল দেখানোর দায়িত্বে যে সম্প্রচারকারী সংস্থা, তাঁদের ১৪ জন প্রতিনিধি করোনায় সংক্রমিত। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে রয়েছে তাঁরা। যা নিয়মমাফিক জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই পড়ে। সেখানে থেকেই কী করে করোনা আক্রান্ত হলেন ওই ১৪ জন, তা নিয়েই উঠছে প্রশ্ন।

IPL 2021: ১৪ টিভি ক্রু মেম্বার করোনা আক্রান্ত, আতঙ্ক বাড়ছে আইপিএলে
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Apr 05, 2021 | 8:21 PM

মুম্বই: একদিকে কমছে উদ্বেগ, অন্যদিকে বাড়ছে আশঙ্কা। আইপিএল ঘিরে করোনার ‘খেলা’ থামছেই না! ওয়াংখেড়ের ১৫ মাঠকর্মীর কোভিড টেস্ট হয়েছে সম্প্রতি। যার রিপোর্ট এসেছে সোমবার। তা বেশ স্বস্তি দিয়ে জানিয়েছে, ওই ১৫ মাঠকর্মীর কারওরই করোনা পজিটিভ নয়। আইপিএল শুরুর চার দিন আগে এই খবর স্বস্তি দিয়েছে বিসিসিআইকে। আর দুপুর গড়াতে না গড়াতেই অন্য এক খবরে অস্বস্তি বাড়ল। আইপিএল দেখানোর দায়িত্বে যে সম্প্রচারকারী সংস্থা, তাঁদের ১৪ জন প্রতিনিধি করোনায় সংক্রমিত। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে রয়েছে তাঁরা। যা নিয়মমাফিক জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই পড়ে। সেখানে থেকেই কী করে করোনা আক্রান্ত হলেন ওই ১৪ জন, তা নিয়েই উঠছে প্রশ্ন। সম্প্রচারকারী সংস্থার এক কর্তা প্রচারমাধ্যমকে বলেছেন, ‘এই ব্যাপারে যা জিজ্ঞাসা করার দয়া করে বোর্ডকে করুন। ওই হোটেলের বায়ো-বাবল সুরক্ষা আমরা তৈরি করিনি।’

আরও পড়ুন:IPL 2021: রান না পেলে নেটে নামেন না পৃথ্বী,ফাঁস পন্টিংয়ের

মাঠকর্মী, টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা ইভেন্ট কর্মীরা এবং বোর্ডের কিছু প্রতিনিধি পরপর করোনায় আক্রান্ত হয়েছেন। এবং সংক্রমণের সমস্ত খবরই মুম্বই ঘিরে। আইপিএল শুরুর ঠিক মুখেই এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে বোর্ড, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বোর্ডের এক কর্তা বলছেন, ‘মাঠকর্মী ও অন্যান্যরা যখন করোনায় আক্রান্ত হচ্ছে, খুব স্বাভাবিক ভাবেই সম্প্রচারকারী সংস্থার ক্রু মেম্বাররাও সংক্রমিত হয়ে পড়বে। সেই কারণে ওই সংস্থা তাদের কর্মীদের নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে।’

আরও পড়ুন:IPL 2021:চেন্নাইয়ের নেটে ছক্কা-বৃষ্টি মাহিরবমমগB

১০ এপ্রিল ওয়াংখেড়েতে চেন্নাই-দিল্লির ম্যাচ। ওই উত্তেজক ম্যাচ ঘিরে উত্তাপ ছড়াতে শুরু করে দিয়েছে। কিন্তু তার মধ্যেই করোনা যে ভাবে থাবা বসাচ্ছে ম্যাচ আয়োজন করা বিসিসিআইয়ের পক্ষে কিছুটা হলেও চাপের। সম্প্রচারকারী সংস্থার ১৪ কর্মী আক্রান্ত হওয়া মানে একঝাঁক নতুন কর্মীদের নিয়োগ করতে হবে। কোভিডবিধি মেনে তাঁদের এক সপ্তাহ আইসোলেশনেও রাখতে হবে। হাতে বিন্দুমাত্র সময় নেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড কি ভাবে সব সামলায়, সেটাই দেখার।