IPL 2021: রান না পেলে নেটে নামেন না পৃথ্বী,ফাঁস পন্টিংয়ের

এই আইপিএল পৃথ্বীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত আমিরশাহির আইপিএলে তেমন ফর্মে ছিলেন না তিনি। তার পর, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টিমে সুযোগ পেয়ে চরম হতাশ করেছিলেন

IPL 2021: রান না পেলে নেটে নামেন না পৃথ্বী,ফাঁস পন্টিংয়ের
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Apr 05, 2021 | 7:12 PM

নয়াদিল্লি: যখন ফর্মে থাকেন না, তখন নেটে ব্যাট করতে চান না পৃথ্বী শ। মুম্বইয়ের ওপেনারকে নিয়ে চমকপ্রদ তথ্য জানিয়েছেন রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালসের কোচের আশা, পৃথ্বী নিজের অভ্যেস থেকে বেরিয়ে আসতে পারবেন। এই আইপিএল পৃথ্বীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত আমিরশাহির আইপিএলে তেমন ফর্মে ছিলেন না তিনি। তার পর, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টিমে সুযোগ পেয়ে চরম হতাশ করেছিলেন। অ্যাডিলেডে প্রথম টেস্টের দুটো ইনিংসেই ১০ পার করতে পারেননি। যার পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। টিম থেকে বাদও পড়েন। সেই পৃথ্বী কিন্তু প্রবল ভাবে ফিরে এসেছেন বিজয় হাজারে ট্রফি।

পন্টিং বলেছেন, ‘গত বছর ওর এই ব্যাপারটা আমি দেখেছিলাম। বেশ অবাক করেছিল। যখন রান পেত না, নেটে ব্যাট করতে চাইত না। কিন্তু রান পেলে সব সময় ব্যাট করতে চাইত। গতবার যখন চার-পাঁচটা ম্যাচে পৃথ্বী রান পায়নি, ওকে বলেছিলাম, নেটে গিয়ে সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে। কিন্তু ও অবাক করে দিয়ে বলেছিল, না, আমি ব্যাট করব না। সেটা থেকে ওকে বের করে আনতে পারিনি।’

আরও পড়ুন:বাতিল হয়ে যেতে পারে চলতি বছরের ফরাসি ওপেন

পন্টিংয়ের আশা, পুরনো অভ্যেস ছেড়ে বেরিয়ে আসবেন পৃথ্বী। বলেওছেন, ‘আশা করি ও নিজেকে বদলাতে পারবে। আমি খুব ভালো করে জানি, গত কয়েক মাস ও প্রচন্ড খেটেছে নিজেকে নিয়ে। যাতে আইপিএলে নতুন করে প্রমাণ করতে পারে। পৃথ্বীর মধ্যে কিন্তু সুপারস্টার হওয়ার যাবতীয় মশলা আছে।’