অলিম্পিকের প্র্যাক্টিস করতে গিয়ে মৃত্যু সার্ফার ক্যাথরিনের

sushovan mukherjee | Edited By: arunava roy

Mar 23, 2021 | 2:22 PM

প্র্যাক্টিসের সময় হঠাৎই আবহাওয়া খারাপ হয়ে ওঠে। বজ্রপাত শুরু হয়। তাতেই মারা গেলেন তিনি।

অলিম্পিকের প্র্যাক্টিস করতে গিয়ে মৃত্যু সার্ফার ক্যাথরিনের
ছবি-টুইটার

Follow Us

সান সালভাদোর: এ বারই সার্ফিংয়ের মতো অচেনা কিছু খেলা ঢুকে পড়ছে টোকিও অলিম্পিকে। এই খেলায় যিনি তারকা হতে পারতেন, তিনিই কিনা মারা গেলেন অলিম্পিকের প্রস্তুতি নিতে গিয়ে। এল সালভাদোরের ক্যাথরিন দিয়াস সার্ফিংয়ের অত্যন্ত জনপ্রিয় মুখ। ২২ বছরের এই মেয়ে মারা গিয়েছেন শুক্রবার, সমুদ্রে প্র্যাক্টিসের সময় বজ্রাঘাতে।

আরও পড়ুন:India Vs England 2021: আইপিএলেও ওপেন করবেন, জানিয়ে দিলেন বিরাট

সালভাদোরের সার্ফিং ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ক্যাথরিন এ বার অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করত। ও-ই কিনা ছেড়ে চলে গেল আমাদের। ওর সঙ্গে খুব শিগগিরি দেখা হবে। ক্যাথরিনের জন্য গভীর ভাবে শোকাহত এল সালভাদোর।

এল তুঞ্চোর সমুদ্র উপকূলে অন্য দিনের মতো শুক্রবার সকালেও ট্রেনিং করতে নেমেছিলেন ক্যাথরিন। অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য কয়েক দিন পরেই ছিল এক টুর্নামেন্ট। ক্যাথরিন সার্ফিং দুনিয়ায় বেশ পরিচিত নাম। তিনি এল সালভাদোরের জাতীয় সার্ফিং টিমে সুযোগ পেতেন ঠিক। প্র্যাক্টিসের সময় হঠাৎই আবহাওয়া খারাপ হয়ে ওঠে। বজ্রপাত শুরু হয়। তাতেই মারা গেলেন তিনি।

আরও পড়ুন:আইএসএল জন্ম দিচ্ছে নতুন তারকার, বলছেন সুনীল

আন্তর্জাতিক সার্ফিং অ্যাসোসিয়েশনও এক বিবৃতিতে বলেছে, সার্ফিংয়ের মতো খেলাকে ক্যাথরিনদের পারফরম্যান্সই স্পেশাল করে তুলেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ও যথেষ্ট সফল ছিল। ওয়ার্ল্ড সার্ফিং গেমস, ওয়ার্ল্ড জুনিয়র সার্ফিং চ্যাম্পিয়নশিপেও সাফল্য পেয়েছে।

Next Article