India Vs England 2021: আইপিএলেও ওপেন করবেন, জানিয়ে দিলেন বিরাট

পুনেতে (Pune) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে (India Vs England ODI)। টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) জেতা ভারতীয় টিম যেমন দারুণ ছন্দে, তেমনই আত্মবিশ্বাস তুঙ্গে। ভার্চুয়াল প্রেস মিটে বিরাট (Virat Kohli) বলেছেন, 'কে ওপেন করবে, সেটা নির্বাচকদের উপর নির্ভর করে না। ঠিক যেমন টিম নির্বাচনে নাক গলায় না টিম ম্যানেজমেন্ট।'

India Vs England 2021: আইপিএলেও ওপেন করবেন, জানিয়ে দিলেন বিরাট
আইপিএলে এ বার ওপেনার বিরাট। ছবি: টুইটার

পুনে: ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসেবে নামার পর থেকে চলছিল নানা আলোচনা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি বিরাটকে ওপেনার হিসেবেই দেখা যাবে? ভারতের ক্যাপ্টেন নিজেই জানাচ্ছেন, ওই ভাবনা নিয়েই এগোচ্ছেন তিনি। যে কারণে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ওপেনার হিসেবেই দেখা যাবে তাঁকে। কেন? সূর্যকুমার যাদবদের মতো তরুণদের জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত বিরাটের।

আরও পড়ুন: ৫০০ বিদেশি স্বেচ্ছাসেবীকে অলিম্পিকের ‘বিশেষ অনুমতি’

কাল পুনেতে (Pune) ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে (India Vs England ODI)। টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) জেতা ভারতীয় টিম যেমন দারুণ ছন্দে, তেমনই আত্মবিশ্বাস তুঙ্গে। ভার্চুয়াল প্রেস মিটে বিরাট (Virat Kohli) বলেছেন, ‘কে ওপেন করবে, সেটা নির্বাচকদের উপর নির্ভর করে না। ঠিক যেমন টিম নির্বাচনে নাক গলায় না টিম ম্যানেজমেন্ট। রোহিত যেটা বলেছে, ওটাই ঠিক। ওর সঙ্গে আমার ওপেন করা ছিল স্ট্র্যাটেজিক মুভ। আমরা দু’জন দারুণ উপভোগ করেছি। আমাদের জুটিটা কিন্তু একটা প্রভাব ফেলেছিল। ভবিষ্যতে এমনটা ভাবতেই পারি।’
আইপিএলে বিরাট ওপেনই করবেন। যা নিয়েও তিনি বলেছেন, ‘আইপিএলে আমি ওপেন করব। সাধারণত আমি তিন বা চার নম্বরে ব্যাট করি। এর আগে আমি টি-টোয়েন্টিতে ওপেন করেছি। আবার নতুন করে ওপেনার হিসেবে আমার ভূমিকাটা বুঝতে চাইছি। যাতে সূর্যর মতো ক্রিকেটারদের জায়গা করে দিতে পারি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ নিয়ে আলোচনা করব আমরা।’

 

মহারাষ্ট্রে করোনার প্রভাব রোজই বাড়ছে। যা বেশ উদ্বিগ্ন করে তুলেছে সবাইকে। বিরাট মনে করছেন, পুনেতে ওয়ান ডে সিরিজে এর প্রভাব পড়বে না। তাঁর কথায়, ‘বায়ো বাবলের বাইরে এই রকম ঘটনা প্রচুর ঘটছে। এখন আমাদের সচেতন হতে হবে। তবে বাবলে থাকাকালীন এই রকম কিছু ঘটে না। নিরাপদেই আছি আমরা।’

Read Full Article

Click on your DTH Provider to Add TV9 Bangla