Lionel Messi : “আমি বিশ্বচ্যাম্পিয়ন, এখনই অবসর নিতে পারি না”, বলে দিলেন মেসি

বৃহস্পতিবারের ম্যাচটা নেহাতই ছিল ফ্রেন্ডলি ম্যাচ। তবে এতেও ছাপ ফেলে গেলেন মেসি। গড়লেন রেকর্ড।

Lionel Messi : আমি বিশ্বচ্যাম্পিয়ন, এখনই অবসর নিতে পারি না, বলে দিলেন মেসি
Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Jun 16, 2023 | 12:41 AM

বেজিং: বিশ্বচ্যাম্পিয়ন, সাত বারের ব্যালন ডি’অর জয়ী। ৩৫ বছরের কেরিয়ারে অসংখ্য খেতাব আর ট্রফির ছড়াছড়ি। এখন আর আলাদা করে কিছু পাওয়ার নেই। শুধু সময়টাকে উপভোগ করা ছাড়া। তা বলে হুট করে দায়িত্ব ছেড়ে দেবেন তেমনটাও নয়। চিনে গিয়ে তারই ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (Lionel Messi)। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন চিনের রাজধানী বেজিংয়ে। বিশ্বচ্যাম্পিয়নদের মতোই দাপটে ম্যাচ জিতেছেন। তারপরই আপামর ফুটবল অনুরাগীদের আশ্বস্ত করে বললেন, “আমি তো বিশ্বচ্যাম্পিয়ন। তাই এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারি না। সময়টাই উপভোগ করছি।” তাহলে কি আন্তর্জাতিক কেরিয়ারকে আরও একটু দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিলেন মেসি? এই বক্তব্যের পর ইঙ্গিত তেমনই। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

বৃহস্পতিবারের ম্যাচটা নেহাতই ছিল ফ্রেন্ডলি ম্যাচ। তবে এতেও ছাপ ফেলে গেলেন মেসি। গড়লেন রেকর্ড। ৩৫ বছরে এসে কেরিয়ারের দ্রুততম গোল করলেন তিনি। মাত্র ১ মিনিট ১৯ সেকেন্ডে বল জালে জড়ান। এর আগের গোলটি ছিল ২ মিনিট ৬ সেকেন্ডে বার্সেলোনার জার্সিতে। ৩৫ বছরে এসে কেরিয়ারের দ্রুততম গোল করে দলকে ২-০ ব্যবধানে ম্যাচ জেতালেন। পরের গোলটি জার্মান পেজ্জালোর। কাতারে বিশ্বকাপের শেষ ম্যাচে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ হাসি হাসেন মেসিরা। এদিনও সকারুসদের হারের স্বাদ দিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা।

মেসিকে ঘিরে চিনা ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নিরাপত্তার প্রচুর কড়াকড়ি। লিওনেল মেসিকে এত কাছে পেয়েও কি ছোঁয়া হবে না। সব বাধা টপকে মাঠের মধ্যে ঢুকে পড়লেন এক ফ্যান। লিওনেল মেসির কাছে এমন দৃশ্য নতুন নয়। ফুটবলপ্রেমীদের কাছে তো নয়ই। চিন দেশে লিওনেল মেসিকে নিয়ে কতটা উন্মাদনা রয়েছে তা বোঝা গিয়েছে বৃহস্পতিবারের ঘটনায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ চলাকালীন মেসির জার্সি পরা এক অনুরাগী ঢুকে পড়েন মাঠে। নিরাপত্তারক্ষীদের তোয়াক্কা না করেই মেসিকে গিয়ে জড়িয়ে ধরেন। এরপর মার্টিনেজকে দূর থেকে হাই ফাইভের ইঙ্গিত করেন। ততক্ষণে নিরাপত্তারক্ষীরা ছুটে এসে মেসির থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন ওই ফ্যানকে। তবে মেসিকে আলিঙ্গন করে তার খুশির যেন ঠিকানা ছিল না। গোটা মাঠে নিরাপত্তারক্ষীদের ছোটালেন। গোটা সময়টা মেসি একপ্রান্তে হাঁ করে দাঁড়িয়ে ফ্যানের কাণ্ডকারখানা দেখলেন।