
কলকাতা: ভারতীয় ফুটবলকে বাঁচাতে ফিফার দ্বারস্থ হয়েছে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধুরা। তার চব্বিশ ঘণ্টার মধ্যে নড়েচড়ে বসল ফেডারেশন। আইএসএল করতে ফের উদ্যোগী হল এআইএফএফ। এবার কড়া অবস্থান। ফেডারেশন বনাম ক্লাব জোট ইস্যুতে দীর্ঘ টালবাহানায় ঝুলে ছিল আইএসএলের ভবিষ্যৎ। ক্লাব জোটের সঙ্গে বৈঠকে ইতিমধ্যেই ২০ বছরের রোডম্যাপ দিয়েছে ফেডারেশন। তবে এ বছরের লিগ শুরু করতেই একাধিক সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যা মিটিয়ে লিগ তৈরির নতুন রূপরেখা দিল ফেডারেশন। কী সেই নতুন রোডম্যাপ?
এ বছরের লিগ শুরু করতে ক্লাবগুলোকে ১ কোটি টাকা করে পার্টিসিপেশন ফি দেওয়ার কথা বলেছে ফেডারেশন। যেহেতু সময়ে শুরু করা যায়নি লিগ, ছোট ফর্ম্যাটে এ বছর আইএসএল শেষ করতে চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু কমপক্ষে ২৪ ম্যাচ না খেললে এএফসির স্লট পাওয়া যাবে না। এতেই আপত্তির কথা বলছে ক্লাব জোট। এএফসির সঙ্গে এ ব্যাপারে কথা চালাচ্ছে ফেডারেশন। মার্কেটিং পার্টনার নিয়েও রয়েছে বিস্তর ধোঁয়াশা। লিগের ব্যয়ভার নিয়েও স্পষ্ট ধারণা চেয়েছে ক্লাব জোট।
আইএসএল আয়োজন করতে এবার কড়া পদক্ষেপ নিল ফেডারেশন। আজ ইমার্জেন্সি কমিটিকে রিপোর্ট জমা দিল AIFF-ISL কো অর্ডিনেশন কমিটি। রিপোর্টের নির্যাস এই রকম…