e জট ছাড়াতে মরিয়া ফেডারেশন, ১ কোটি দিয়ে ISL খেলতে হবে ক্লাবগুলোকে! - Bengali News | AIFF Takes Tough Stand to Revive ISL After Players Appeal to FIFA | TV9 Bangla News

জট ছাড়াতে মরিয়া ফেডারেশন, ১ কোটি দিয়ে ISL খেলতে হবে ক্লাবগুলোকে!

ISL Restart Plan: এ বছরের লিগ শুরু করতে ক্লাবগুলোকে ১ কোটি টাকা করে পার্টিসিপেশন ফি দেওয়ার কথা বলেছে ফেডারেশন। যেহেতু সময়ে শুরু করা যায়নি লিগ, ছোট ফর্ম্যাটে এ বছর আইএসএল শেষ করতে চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু কমপক্ষে ২৪ ম্যাচ না খেললে এএফসির স্লট পাওয়া যাবে না।

জট ছাড়াতে মরিয়া ফেডারেশন, ১ কোটি দিয়ে ISL খেলতে হবে ক্লাবগুলোকে!
মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের ম্যাচ (ফাইল ছবি )Image Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Jan 03, 2026 | 8:59 PM

কলকাতা: ভারতীয় ফুটবলকে বাঁচাতে ফিফার দ্বারস্থ হয়েছে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধুরা। তার চব্বিশ ঘণ্টার মধ্যে নড়েচড়ে বসল ফেডারেশন। আইএসএল করতে ফের উদ্যোগী হল এআইএফএফ। এবার কড়া অবস্থান। ফেডারেশন বনাম ক্লাব জোট ইস্যুতে দীর্ঘ টালবাহানায় ঝুলে ছিল আইএসএলের ভবিষ্যৎ। ক্লাব জোটের সঙ্গে বৈঠকে ইতিমধ্যেই ২০ বছরের রোডম্যাপ দিয়েছে ফেডারেশন। তবে এ বছরের লিগ শুরু করতেই একাধিক সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যা মিটিয়ে লিগ তৈরির নতুন রূপরেখা দিল ফেডারেশন। কী সেই নতুন রোডম্যাপ?

এ বছরের লিগ শুরু করতে ক্লাবগুলোকে ১ কোটি টাকা করে পার্টিসিপেশন ফি দেওয়ার কথা বলেছে ফেডারেশন। যেহেতু সময়ে শুরু করা যায়নি লিগ, ছোট ফর্ম্যাটে এ বছর আইএসএল শেষ করতে চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু কমপক্ষে ২৪ ম্যাচ না খেললে এএফসির স্লট পাওয়া যাবে না। এতেই আপত্তির কথা বলছে ক্লাব জোট। এএফসির সঙ্গে এ ব্যাপারে কথা চালাচ্ছে ফেডারেশন। মার্কেটিং পার্টনার নিয়েও রয়েছে বিস্তর ধোঁয়াশা। লিগের ব্যয়ভার নিয়েও স্পষ্ট ধারণা চেয়েছে ক্লাব জোট।

আইএসএল আয়োজন করতে এবার কড়া পদক্ষেপ নিল ফেডারেশন। আজ ইমার্জেন্সি কমিটিকে রিপোর্ট জমা দিল AIFF-ISL কো অর্ডিনেশন কমিটি। রিপোর্টের নির্যাস এই রকম…

  • রেফারিং ও ব্রডকাস্টিং ফি বহন করবে ফেডারেশন।
  • হোম ম্যাচ আয়োজনের খরচ বহন করবে ক্লাবেরা। সেন্ট্রালাইজড ভেনুতে খেলা হলে সেটাও বহন করবে ক্লাবেরা।
  • লিগে খেলতে ১ কোটি টাকা পার্টিসিপেশন ফি দেবে প্রত্যেক ক্লাব।
  • কোনও ক্লাব খেলতে অস্বীকার করলে সেই ক্লাব অবনমনের আওতায় চলে যাবে।
  • ক্লাব জোটের সঙ্গে আলোচনায় বসে লিগের ফর্ম্যাট নির্ধারণ করবে ফেডারেশন।
  • সামনের সপ্তাহে সূচি ঘোষণা করবে AIFF.