ইডেন গার্ডেন্সে ফের উঠবে রাসেল-ঝড়? প্রায় চার বছর পর ক্রিকেটের নন্দন কাননে ফিরছে আইপিএল। প্রত্যাবর্তনের ম্যাচে ইডেনের বাইশ গজে ঝড় তোলার জন্য তৈরি ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে যেমন নজরে থাকবেন দ্রে রাস তেমনই মাঠের বাইরে অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলছেন তাঁর স্ত্রী জেসিম লরা। (ছবি:ইনস্টাগ্রাম)
সৌন্দর্য আর অসাধারণ দেহসৌষ্ঠবে অনুরাগীদের 'ঘায়েল' করেছেন জেসিম লরা। আন্দ্রে রাসেল অনুরাগীরাও লরার ফ্যান। (ছবি:ইনস্টাগ্রাম)
আইপিএলের সময় স্বামীকে সমর্থন করতে কলকাতায় হাজির থাকেন লাস্যময়ী লরা। (ছবি:ইনস্টাগ্রাম)
রাসেল ও জেসিম লরা দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করেছেন। ২০১৬ সালে বিয়ে করেন দু'জনে।(ছবি:ইনস্টাগ্রাম)
অনুরাগীদের কীভাবে ঘায়েল করতে হয় তা ভালোমতোই বোঝেন জেসিম। তাঁর ইনস্টাগ্রামের পাতা দেখার মতো। আবেদনময়ী রাসেলের স্ত্রীর ছবিগুলি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। (ছবি:ইনস্টাগ্রাম)
লরা এক সন্তানের জননী। আলিয়া রাসেলের জন্মের পর শরীরে মেদ বেড়েছে, কিন্তু আবেদন কমেনি একফোঁটাও। (ছবি:ইনস্টাগ্রাম)
আমেরিকান মডেল ও ব্লগার জেসিম লরার জন্ম মিয়ামিতে। বয়স ৩৪ বছর। (ছবি:ইনস্টাগ্রাম)
সাহসী ফটোশুটের জন্য পরিচিত নাইট রাইডার্স তারকার স্ত্রী জেসিম লরা। বিশ্বের সেরা ব্র্যান্ডের সঙ্গে তবে বলতে দ্বিধা নেই যে ক্যারিবিয়ান ক্রিকেটার স্বামীর জন্যই তাঁর পরিচিতি বেড়েছে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার। (ছবি:ইনস্টাগ্রাম)