অবশেষে বাংলা দলে যোগ্য সম্মান পেলেন ‘ক্রাইসিস ম্যান’

বাংলার সহ অধিনায়কের দায়িত্বে শ্রীবৎস গোস্বামী।

অবশেষে বাংলা দলে যোগ্য সম্মান পেলেন 'ক্রাইসিস ম্যান'
বাংলার অধিনায়কের দায়িত্বে অনুষ্টুপ মজুমদার। ছবি-সিএবি।
Follow Us:
| Updated on: Jan 01, 2021 | 9:57 AM

TV9 বাংলা ডিজিটাল : সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে বাংলা ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হল অনুষ্টুপ মজুমদারকে। ক্যাপ্টেন্সি থেকে সরানো হল অভিমন্যু ঈশ্বরণকে। ব্যাটিংয়ে প্রভাব পড়ার জন্যই ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হল ঈশ্বরণকে। গতবছর বাংলার হয়ে দুরন্ত পারফর্ম করার সুফল পেলেন অনুষ্টুপ। নতুন বছর শুরুর আগে বাড়িতে নিউ ইয়ার সেলিব্রেশনের আগেই সুখবর পেয়ে উচ্ছ্বসিত বাংলা দলের ক্রাইসিস ম্যান। বাংলা বিপদে পড়লেই কথা বলত অনুষ্টুপের ব্যাট। গতবছরও একার কাঁধে বাংলাকে রঞ্জির ফাইনালে তুলেছিলেন।

অবশেষে বাংলা দল থেকে যোগ্য সম্মান পেলেন রুকু। দীর্ঘদিন বাংলার হয়ে খেললেও অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি তাকে। কখনও এ নিয়ে অভিযোগ ছিল না। তবু মনে মনেই ভালো পারফর্ম করার জেদ নিতেন। অবশেষে যথাযথ সম্মান পেলেন অনুষ্টুপ। চ্যালেঞ্জ নিতে বরাবর ভালোবাসেন। তাই ক্যাপ্টেন্সির দায়িত্বটাও দক্ষ হাতে সামলাতে তৎপর অনুষ্টুপ মজুমদার।

আরও পড়ুন: আশায় একুশ

ক্লাব ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও বাংলার হয়ে প্রথমবার দায়িত্ব সামলাবেন। মুস্তাক আলিতে বাংলাকে সাফল্য দেওয়াই পাখির চোখ রুকুর। একই সাথে নিজের ব্যাটিংয়েও মনোনিবেশ করতে চান। ক্যাপ্টেন্সির চাপ থাকলেও সেটাকে উপভোগ করতে চান অনুষ্টুপ মজুমদার। বাংলা দল নিয়েও আশাবাদী রুকু। অবসর সময়ে বই পড়তে ভালোবাসেন। তাই মনঃসংযোগে বাকিদের চেয়ে বরাবর এগিয়ে থাকেন বাংলা দলের ‘ক্রাইসিস ম্যান’। ঠাণ্ডা মাথায় নেতৃত্বের ভার সামলে বাংলা দলকে এগিয়ে নিয়ে যেতে চান অনুষ্টুপ মজুমদার।