নতুন বছরে বিরাটের ভারত হোক টেস্টের এক নম্বর দল। এতেই শেষ হবে না উইশ লিস্ট, টেস্ট চ্যাম্পিয়ন হোক ভারত।
ময়দানের দুই প্রধান এ বার ইন্ডিয়ান ফুটবলের মেগা ইভেন্টে। আইএসএল ট্রফির রং হোক সবুজ-মেরুন কিংবা লাল-হলুদ। আশা রইল, নতুন বছরে আইএসএলের ট্রফি আসবে বাংলায়।
নতুন বছরে রঞ্জি চ্যম্পিয়ন হোক বাংলা। ২০২০ তে রঞ্জি ট্রফি জেতার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে। সেই আক্ষেপ পুষিয়ে নিন মনোজ তিওয়ারিরা।
কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। বয়সকে তিনি তোয়াক্কা করেন না। ৪৭-এও জেতার জন্য মুখিয়ে আছেন অলিম্পিকে পদকজয়ী লিয়েন্ডার। তাই নতুন বছরে তাঁর গলায় আরও একটা অলিম্পিক পদক দেখার প্রত্যাশা রইল।
রিওতে ছিল রূপো। এ বার টোকিওতে চাই সোনা। আর সেই প্রত্যাশা মেটাতে পারেন পিভি সিন্ধুই।
দর্শক শূন্য মাঠে খেলা। যা কখনও ভাবা যায় না, সেটাও দেখতে হয়েছে ২০২০ তে। করোনার কারণে খেলার মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। মাঠে দর্শক ফিরুক, এমনই প্রত্যাশা রইল নতুন বছরে।
বাংলার শেষ বার অলিম্পিক পদক কবে এসেছিল? মনেও পড়বে না। ভুলে যাওয়া সেই স্মৃতিকে টাটকা করে দিন বাংলার কোনও অ্যাথলিট। টোকিওতে অতনু দাসের হাত ধরে পূরণ হোক স্বপ্ন।
কলকাতার দুই প্রধান নেই আই লিগে। সেই জায়গায় অনেক দিন পর মহামেডান। সাদাকালো শিবির আই লিগ জয়ের স্বপ্ন দেখছে। আশা রইল নতুন বছরে আইলিগ চ্যাম্পিয়ন হয়ে স্বমহিমায় ফিরবে তৃতীয় প্রধান।
করোনার কারণে ২০২০ টি-২০ বিশ্বকাপ পিছিয়ে গেছে। ভারত ২০০৭ সালের পর আর টি-২০ বিশ্বকাপ জেতেনি। আইসিসির টি-২০ র্যাঙ্কিং তালিকা অনুযায়ী বর্তমানে ভারত ৩ নম্বরে। নতুন বছরের উইশ লিস্টে থাকল, টি-২০ বিশ্বকাপের ট্রফি ভারতেই আসুক।