AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Copa America 2021: নেইমার মাঠে নেমেই ঝলকানি দেখিয়েছেন, এ বার পালা লিওনেল মেসির

২০২১ প্রাক বিশ্বকাপে শেষ সাক্ষাৎের ফলাফল ১-১। মাঠে নামার আগে লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের হয়ে খেতাব জিততে তাঁরা মরিয়া।

Copa America 2021: নেইমার মাঠে নেমেই ঝলকানি দেখিয়েছেন, এ বার পালা লিওনেল মেসির
প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়ে স্বপ্নের ফেরিওয়ালা হতে চান লিওনেল মেসি
| Updated on: Jun 14, 2021 | 12:31 PM
Share

জাতীয় দলে আর্জেন্তাইন রাজপুত্রের কাপভাগ্য এখনও সঙ্গ দেয়নি। কোপা আমেরিকার (Copa America) ফাইনালে পরপর দু’বার উঠেও সঙ্গী থাকে ব্যর্থতা। দু’বারই আর্জেন্তিনার (Argentina) সামনে কাঁটা হয়ে দাঁড়ায় চিলি (Chile)। সাম্প্রতিক অতীতে ক্লদিও ব্র্যাভো, অ্যালেক্সিস স্যাঞ্চেজদের বিরুদ্ধে বরাবরই মুখ থুবড়ে পড়েছেন মেসিরা। কোপার শুরুতেও সেই চিলি কাঁটা। তবে এ বার এই কাঁটা উপড়াতে মরিয়া মেসি-ডি মারিয়ারা।

প্রাক বিশ্বকাপেও চিলির সঙ্গে ড্র করেছেন মেসিরা। এমন কি কলম্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি আর্জেন্তিনা। কখনও রক্ষণ, তো কখনও আক্রমণের ব্যর্থতায় ডুবেছে দল। লিওনেল মেসির কাছে প্রত্যাশার চাপ ক্রমশই বাড়ছে। ক্লাব ফুটবলে সাফল্যের শিখরে থাকা এলএম টেন জাতীয় দলের জার্সিতে ট্রফির খোঁজে। ভারগাসদের বিরুদ্ধে রক্ষণে ওটামেন্ডি আর রোমেরোর উপরেই আস্থা রাখছেন কোচ লিওনেল স্কালোনি। আক্রমণে ভরসা সেই লিওনেল মেসি। মাঝমাঠে পারেদেস, ডি পলরা তৈরি নতুন চ্যালেঞ্জ নিতে। মেসির সঙ্গে আক্রমণে সঙ্গী থাকছেন মার্টিনেজ।

আর্জেন্তিনাকে চমকে দিতে তৈরি চিলিও। গত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেননি ব্র্যাভোরা। চোটের জন্য গ্রুপ পর্বে নেই তারকা ফুটবলার অ্যালেক্সিস স্যাঞ্চেজ। এই সুযোগটাই কাজে লাগাতে চান মেসিরা।

নজর কাড়বেন যাঁরা

আর্জেন্তিনা – লিওনেল মেসি (পজিশন- ফরোয়ার্ড) চিলি – এডু ভার্গাস (পজিশন- ফরোয়ার্ড)

চিলির সঙ্গে রেকর্ড বরাবরই ভালো আর্জেন্তিনার। এক নজরে দেখে নেওয়া যাক চিলি-আর্জেন্তিনার হেড টু হেড রেকর্ড। এই নিয়ে আর্জেন্তিনা ও চিলি ৯৩ বার মুখোমুখি হয়েছে। আর্জেন্তিনা জিতেছে ৬১ বার, চিলি জিতেছে ৮ বার। ম্যাচ অমীমাংসিত ২৪ বার।

২০২১ প্রাক বিশ্বকাপে শেষ সাক্ষাৎের ফলাফল ১-১। মাঠে নামার আগে লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের হয়ে খেতাব জিততে তাঁরা মরিয়া। দলের নতুন কম্বিনেশনেও তিনি খুশি। আর্জেন্তাইন রাজপুত্রের কাছে চ্যালেঞ্জ ক্রমশ বাড়ছে। প্রত্যাশা পূরণের দায়িত্ব নিয়ে স্বপ্নের ফেরিওয়ালা হতে চান লিওনেল মেসি।

আরও পড়ুন: COPA AMERICA 2021: জয় দিয়ে শুরু ব্রাজিলের, নায়ক সেই নেইমার