৪ গ্র্যান্ড স্লামের মালকিন, উজ্জ্বল ওসাকা

Feb 21, 2021 | 6:57 PM

বয়স মাত্র ২৩। আর তাতেই ঝুলিতে ভরে নিয়েছেন ৪টি গ্র্যান্ড স্লাম। এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) চ্যাম্পিয়নও হলেন। চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্লাম খেলতে নেমেছিলেন নাওমি ওসাকা (Naomi Osaka)। টুর্নামেন্টের শুরু থেকেই দারুন ছন্দে ছিলেন। সেমি ফাইনালে সেরেনা উইলিয়ামসের মত তারকাকে হারিয়েছেন। গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছালেই ট্রফি তাঁর, এটাই যেন মিথ নাওমি ওসাকাকে নিয়ে।

1 / 5
অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন নাওমি ওসাকা।

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন নাওমি ওসাকা।

2 / 5
স্ট্রেট সেটে জেনিফার বার্ডিকে হারান জাপানি টেনিস তারকা।

স্ট্রেট সেটে জেনিফার বার্ডিকে হারান জাপানি টেনিস তারকা।

3 / 5
সেমি ফাইনালে নিজের আদর্শ সেরেনা উইলিয়ামসকে হারান জাপানের তারকা।

সেমি ফাইনালে নিজের আদর্শ সেরেনা উইলিয়ামসকে হারান জাপানের তারকা।

4 / 5
২৩ বছরের ওসাকা এর আগে দুবার ইউএস ওপেন চ্যাম্পিয়নও হয়েছেন।

২৩ বছরের ওসাকা এর আগে দুবার ইউএস ওপেন চ্যাম্পিয়নও হয়েছেন।

5 / 5
টেনিসের নতুন প্রজন্মের  উজ্জ্বল মুখ নাওমি। (সৌজন্যে-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)

টেনিসের নতুন প্রজন্মের উজ্জ্বল মুখ নাওমি। (সৌজন্যে-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)

Next Photo Gallery