এপ্রিলের সেরা বাবর আজম
গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত পারফর্ম করেন বাবর। তারই পুরষ্কার পেলেন তিনি।
দুবাই: আইসিসির (ICC) বিচারে গত এপ্রিল মাসের সেরা ক্রিকেটার (ICC Player of The Month) নির্বাচিত হলেন পাকিস্তানের (Pakistan) অধিনায়ক বাবর আজম (Babar Azam)। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত পারফর্ম করেন বাবর। তারই পুরষ্কার পেলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ৮২ বলে ৯৪ রানের দুরন্ত ইনিংস উপহার দেন বাবর আজম। যা ম্যাচ জিততে সাহায্য করে পাকিস্তানকে। শুধু তাই নয়, ওই ইনিংসের সুবাদে ১৩ রেটিং পয়েন্ট বাড়ে বাবর আজমের। কেরিয়ারের সর্বোচ্চ ৮৬৫ পয়েন্টে সংগ্রহ করেন পাক অধিনায়ক। টি-টোয়েন্টি সিরিজেও শেষ ম্যাচে ৫৯ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাবর আজম। আরেকটা নজিরও গড়েছেন বাবর। অধিনায়কের দায়িত্ব নিয়ে পাকিস্তানকে টানা ৪টে ম্যাচ জেতালেন তিনি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড আর কারও নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো টেস্ট জেতার পর জিম্বাবোয়েকেও পরপর দুটো টেস্টে হারাল পাকিস্তান।
মহিলাদের ক্রিকেটে গত মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজেই দুরন্ত পারফর্ম করেছিলেন হিলি।
আরও পড়ুন: কোভিড কেড়ে নিল অরিন্দমের মাকে