
কলকাতা: জাতীয় তিরন্দাজিতে ব্য়াপক সাফল্য় বাংলার মেয়েদের। দলগত পারফরম্য়ান্সের পাশাপাশি ব্য়ক্তিগত ইভেন্টেও নজর কাড়লেন বাংলার প্রতিযোগী। ৪২তম জাতীয় এনটিপিসি সিনিয়র রিকার্ভ তিরন্দাজি চ্য়াম্পিয়নশিপে টিম ইভেন্টে সোনা জিতল বাংলা। এই টিমে রয়েছেন অদিতি জয়সোয়াল, রিমিল হেমব্রম ও রুমা বিশ্বাস। গোল্ড মেডেলের ইভেন্টে তামিলনাডুকে হারায় বাংলা। তার আগে সেমিফাইনালে শক্তিশালী ইন্ডিয়ান রেলওয়ে টিমকে হারায় বাংলা। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় তিনটি পদক জিতেছেন বাংলার মেয়েরা। রিকার্ভ টিম ইভেন্টে গোল্ড মেডেল। পাশাপাশি ব্য়ক্তিগত ইভেন্টে রেলওয়ে স্পোর্টস প্রোমোশন বোর্ডের মোনিকা সোরেনকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন রিমিল হেমব্রম। ব্যক্তিগত কোয়ালিফিকেশন রাউন্ডে ব্রোঞ্জ পদক বাংলার রুমা বিশ্বাসের ঝুলিতে। বিস্তারিত TV9Bangla-য়।
জাতীয় তিরন্দাজিতে বাংলার এই সাফল্য়ে কৃতিত্ব প্রাপ্য় অলিম্পিয়ান দোলা বন্দ্য়োপাধ্য়ায় এবং রাহুল বন্দ্যোপাধ্যায়েরও। অদিতি জয়সোয়াল এবং রিমিল হেমব্রম এই দুই তিরন্দাজ অলিম্পিয়ান দোলা ও রাহুলের অ্যাকাডেমিতে ট্রেনিং নিয়েছেন। অন্য় দিকে, রুমা বিশ্বাস ঝাড়গ্রামের বাংলা তিরন্দাজ অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। তিরন্দাজিতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাংলার দাপট দীর্ঘ সময়ের। তার অন্য়তম কারণ রাহুল, দোলা। একটা সময় নিজেরা বিভিন্ন ইভেন্টে পদক জিতেছেন, এখন পরবর্তী প্রজন্মকে গড়ে তুলছেন।
বাংলার তিরন্দাজ রাহুল বন্দ্যোপাধ্য়ায় ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। রিকার্ভ ব্য়ক্তিগত ইভেন্টে সোনা জেতেন তিনি। একই বছর এশিয়ান গেমসে রিকার্ভ টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন। ভারতীয় ক্রীড়ায় অবদানের জন্য় অর্জুন পুরস্কারও জিতেছেন রাহুল। অন্য দিকে, বোন দোলা বন্দ্যোপাধ্য়ায় ২০০৭ সালে দুবাইতে তিরন্দাজি বিশ্বকাপে ব্য়ক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন। এরপর ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে দলগত বিভাগে সোনা জয় দোলার। একই টুর্নামেন্টে ব্য়ক্তিগত ইভেন্টে ব্রোঞ্জও জেতেন। একই বছর এশিয়ান গেমসে ব্রোঞ্জ দোলার।