
ইতিহাসের পাতায় নাম তুললেন অন্ধ্রপ্রদেশের কুর্নুলের ৩৬ বছরের ভরত তাম্মিনেনি (Bharath Thammineni)। বিশ্বের আট হাজার মিটারের ওপরে থাকা ৯টি পর্বত জয় করে তিনি হয়ে উঠেছেন প্রথম ভারতীয় পর্বতারোহী, যিনি একসঙ্গে এতগুলো শৃঙ্গ জয়ের রেকর্ড গড়েছেন। সম্প্রতি পৃথিবীর ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওইয়ু (৮,১৮৮ মিটার) জয় করেছেন তিনি। যার ফলে তাঁর সাফল্যের তালিকায় যুক্ত হয়েছে আরও এক পালক।
ভরত তাম্মিনেনি দেশের অন্যতম শীর্ষ পর্বতারোহণ সংস্থা ‘বুটস অ্যান্ড ক্র্যাম্পনস’র প্রতিষ্ঠাতা। অভিজ্ঞ এই পর্বতারোহী ইতিমধ্যেই জয় করেছেন বিশ্বের একাধিক শৃঙ্গ- মাউন্ট এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, মানাসলু, অন্নপূর্ণা-১, ধৌলাগিরি ও শিশাপাংমা। গত এক দশকে তিনি গড়ে তুলেছেন এক অনন্য পরিচিতি। যা শুধু একজন পর্বতারোহী হিসেবে নয়, বরং একজন সফল অভিযানের নেতা হিসেবেও তাঁকে এক উচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। তাঁর নেতৃত্বে ‘এভারেস্ট ২০২৫ এক্সপেডিশন’ বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে।
চো ওইয়ু জয় করার পর ভারত বলেন, “এই সাফল্য শুধু আমার নয়, প্রতিটি ভারতীয় পর্বতারোহীর স্বপ্নপূরণের এক ধাপ। আমি এই জয় উৎসর্গ করছি আমার পরিবার, বন্ধু, বুটস অ্যান্ড ক্র্যাম্পনসের দল এবং সেই ভারতের চেতনাকে, যা আমাকে প্রতিটি শৃঙ্গে নতুন সাহস দেয়।”
৯টি আট হাজারি শৃঙ্গ জয় করে ভরত তাম্মিনেনি আজ ভারতীয় পর্বতারোহণের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। ভারতের পতাকাকে তিনি পৌঁছে দিয়েছেন বিশ্বের সবচেয়ে দুর্গম উচ্চতায়। তাই তিনি অন্ধ্রপ্রদেশের গর্ব তো বটেই, পাশাপাশি ভারতেরও গর্ব তিনি।