
কলকাতা: ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম (Mary Kom) ফের একবার লাইমলাইটে। না কোনও টুর্নামেন্টের জন্য নয়। এ বার তিনি আলোচনায় ব্যাক্তিগত জীবনের জন্য। দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন মেরি। এমনটাই গুঞ্জন। জানা গিয়েছে, বেশ কিছুদিন হল স্বামী কারুং ওঙ্খোলের সঙ্গে থাকেন না মেরি। তাঁদের সম্পর্ক ভাঙনের নেপথ্যে শোনা যাচ্ছে, মেরির জীবনে অন্য পুরুষের আগমনের কথা!
২০০৫ সালে মেসি ও কারুং-এর বিয়ে হয়। তাঁদের চার সন্তান রয়েছে। সুখের সংসার হঠাৎ ভাঙনের পথে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মণিপুর বিধানসভা ভোটে নির্বাচনী প্রচারের জন্য মেরি ও কারুং প্রায় ২-৩ কোটি টাকা খরচ করেছিলেন।মেরির স্বামী কারুণ ওঙ্খোলে মণিপুর বিধানসভা নির্বাচনে হেরে যান। তারপরই সমস্যার সূত্রপাত। স্বামী সেই নির্বাচনে হেরে যাওয়ার পর চার সন্তানকে নিয়ে মেরি ফরিদাবাদে থাকেন। আর কারুণ দিল্লিতে থাকেন।
আসল কারণ যাই হোক না কেন, গুঞ্জন ছড়িয়েছে যে মেরি নতুন সম্পর্কে জড়িয়েছেন বলেই যত সমস্যা। কাকে মন দিয়ে বসলেন মেরি? মেরি কম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নিজের ব্যবসায়িক সহযোগী হিতেশ চৌধরির নাম উঠে আসছে। এই হিতেশ আবার মেরির এক সতীর্থের স্বামী। বিগত কিছুদিন ধরে মেরি ও হিতেশকে নানা জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে। তাঁরা যদি সম্পর্কে আছেনও, সেই কথা অবশ্য দু’জনের একজনও প্রকাশ্যে স্বীকার করেননি।
অতীতে একাধিক সাক্ষাৎকারে মেরি কম জানিয়েছিলেন যে, স্বামী কারুণ ওঙ্খোলের তাঁর জীবনে বড় অবদান রয়েছে। মেরি কঠিন সময়ে বরাবর তাঁর স্বামী হাত ধরে রেখেছিলেন। জানা গিয়েছে, মেরি যে ডিভোর্স চাইছেন, তাতে ভেঙে পড়েছেন কারুং। অবশ্য মেরি ও কারুং দু’জনই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।