FIFA 2022 WC Qualifier: কাল সকালে পেরুর বিরুদ্ধে নামছেন নেইমাররা

প্রাক বিশ্বকাপে ৭টা ম্যাচ খেলে৭টাতেই জিতেছেন নেইমাররা। আত্মবিশ্বাস তুঙ্গে তিতের ছেলেদের। ইপিএলে (EPL) খেলার কারণে পেরুর বিরুদ্ধে নেই ব্রাজিলের ৯ ফুটবলার। তাতে কুছ পরোয়া নেহি। নেইমার (Neymar), কাসেমিরো (Casemiro), বার্বোসারা (Gabriel Barbosa) তৈরি জয়ের ধারা বজায় রাখতে।

FIFA 2022 WC Qualifier: কাল সকালে পেরুর বিরুদ্ধে নামছেন নেইমাররা
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী নেইমাররা। ছবি: টুইটার

| Edited By: sushovan mukherjee

Sep 08, 2021 | 3:21 PM

সাও লরেন্সো: আর্জেন্টিনার (Argentina) ৪ ফুটবলারের বিরুদ্ধে কোভিডবিধি ভাঙার অভিযোগ এনে গত রবিবারই মাঝপথে বাতিল হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা (Brazil vs Argentina) ম্যাচ। নেইমাররা (Neymar Jr) খেলতে চাইলেও দেশের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অনড় মনোভাবে আর মাঠে বল গড়ায়নি। যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ফিফাও (FIFA)। কাল সকালে ফের ঘরের মাঠে নামছে সেলেকাওরা। ব্রাজিলের (Brazil) প্রতিপক্ষ পেরু (Peru)।

প্রাক বিশ্বকাপে ৭টা ম্যাচ খেলে৭টাতেই জিতেছেন নেইমাররা। আত্মবিশ্বাস তুঙ্গে তিতের ছেলেদের। ইপিএলে (EPL) খেলার কারণে পেরুর বিরুদ্ধে নেই ব্রাজিলের ৯ ফুটবলার। তাতে কুছ পরোয়া নেহি। নেইমার (Neymar), কাসেমিরো (Casemiro), বার্বোসারা (Gabriel Barbosa) তৈরি জয়ের ধারা বজায় রাখতে। কোপা আমেরিকায় (Copa America) এই পেরুকে দুবারই হারিয়েছেন পাকুয়েতারা (Paqueta)। প্রথমে গ্রুপ পর্বে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন নেইমাররা। এরপর নকআউটেও (Knockout) পেরুকে ১-০ হারায় ব্রাজিল। ধারে-ভারে এগিয়ে থাকা নেইমাররা প্রস্তুত বৃহস্পতি সকালেও পেরুকে হারিয়ে জয়রথ এগিয়ে নিয়ে যেতে।

আরও পড়ুন: FIFA 2022 WC Qualifier: মেসিদের ম্যাচ দেখতে ১ ঘণ্টার ভিতরেই টিকিট শেষ

কার্ড সমস্যার কারণে আর্জেন্টিনার বিরুদ্ধে ছিলেন না মারকুইনোস (Marquinhos)। ব্রাজিল টিম ম্যানেজমেন্টের কাছেও ধোঁয়াশা, বৃহস্পতিবারের ম্যাচে তারা মারকুইনোসকে পাবেন কিনা। কিনা আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ ৫ মিনিটের পর পরিত্যক্ত হয়ে যায়। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে পেরু। রিকার্ডো গারেকার (Ricardo Gareca) দল গত ম্যাচে ভেনেজুয়েলাকে (Venezuela) ১-০ হারিয়েছে। তাই কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরেছে কুয়েভাদের। কোপায় দুটো সাক্ষাতেই হারতে হয়েছে ব্রাজিলের বিরুদ্ধে। প্রাক বিশ্বকাপের ম্যাচে নেইমারদের ডেরা থেকে পয়েন্ট চুরি করে ব্রাজিলের জয়রথ থামানোই পাখির চোখ গারেকার।