BWF World Championships: বিদায় সাইনার, ষোলোতেই ‘লক্ষ্য’ভেদ প্রণয়ের!
পুরুষদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতীয় জুটি।

টোকিও : বিশ্বচ্যাম্পিয়নশিপে (BWF championship) ইন্দ্রপতন। শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য সেন (Lakshya Sen) ও এইএস প্রণয়। অল ইংল্যান্ড ম্যাচে একজনকে ছিটকে যেতেই হত। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী লক্ষ্য সেনকে ছিটকে দিলেন প্রণয়। এক ঘণ্টা ১৫ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই। শেষ অবধি প্রণয় জিতলেন ১৭-২১, ২১-১৬, ২১-১৭। শ্রীকান্তের পর লক্ষ্যও ছিটকে যাওয়ায়, পুরুষদের সিঙ্গলসে ভরসা এখন প্রণয়। মেয়েদের সিঙ্গলসে শেষ ষোলোতেই বিদায় সাইনা নেহওয়ালের (Saina Nehwal)। অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন সাইনা। সম্প্রতি একেবারেই ছন্দে ছিলেন না সাইনা। অভিজ্ঞতাার ঝুলি পরিপূর্ণ সাইনার। কোর্টে শুধু অভিজ্ঞতায় জেতা যায় না। সাইনাও পারলেন না। প্রি-কোয়ার্টার ফাইনালে সাইনার প্রতিপক্ষ ছিলেন তাইল্যান্ডের বুসানন ওংবামরুংফান। তিন গেমের লড়াইয়ে হার সাইনার। প্রথম গেমে ১৭-২১ হার। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সাইনা। দ্বিতীয় গেম জেতেন ২১-১৬। তৃতীয় গেমে কার্যত একপেশে লড়াই বুসাননের। ২১-১৩’তে গেম এবং ম্যাচ দুটোই জিতলেন।
পুরুষদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতের জোড়া জুটি। ধ্রুব কপিল-রামচন্দ্রন অর্জুন জুটি পিছিয়ে পড়েও জিতল। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জয়ী সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটিও শেষ আট নিশ্চিত করল। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অবাছাই হিসেবে নেমেছে ধ্রুব কপিল-রামচন্দ্রন অর্জুন জুটি। প্রায় এক ঘণ্টার মরিয়া লড়াই। প্রথম গেমে পিছিয়ে পড়েছিলেন কপিলরা। শেষ অবধি সিঙ্গাপুরের টেরি হি-লোহ কিন হিন জুটির বিরুদ্ধে জয় ১৮-২১, ২১-১৫, ২১-১৬। টুর্নামেন্টে এখনও অবধি অনবদ্য ছন্দে রয়েছে এই ভারতীয় জুটি। দ্বিতীয় রাউন্ডে কপিলরা হারিয়েছিলেন অষ্টম বাছাই এবং গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পাওয়া ড্যানিশ জুটিকে।
কোয়ার্টার ফাইনালের পথে ড্যানিশ জুটিকে হারায় সাত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি। এ বছর ভারতের ঐতিহাসিক থমাস কাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই জুটির। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জেপা বে-লাসে মোলহেডে জুটি মাত্র ৩৫ মিনিটে ২১-১২, ২১-১০’র স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন সাত্বিকরা। শেষ আটে অর্জুন-কপিল জুটির প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার মহম্মদ এহসান-হেন্দ্রা সেতিওয়ান জুটি। অন্য়দিকে, সাত্বিক-চিরাগ নামবে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই জাপানের তাকুরো হোকি-য়ুগো কোবায়াসি জুটির বিরুদ্ধে।





