MS Dhoni: ধোনির মতো নামের ট্রেডমার্ক নিতে চান আপনিও? জানুন সেই নিয়ম
MS Dhoni Name: আন্তর্জাতিক ক্রিকেটকে বহু আগেই বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। আগামী মরসুমে অবশ্য নিশ্চিত নয়, খেলবেন কি না। মাঠে নামলেই ধোনি ধোনি রব ওঠে। গ্যালারিতে ক্যাপ্টেন কুল-লেখা ব্যানার দেখা যায়। এ বার পুরোপুরি এই ক্যাপ্টেন কুল-এর স্বত্ব ধোনির।

মহেন্দ্র সিং ধোনি অনেক নামেই পরিচিত। ভারতীয় ক্রিকেট দলের অনেকেরই বিভিন্ন ডাক নাম রয়েছে। সচিন তেন্ডুলকরের কথাই ধরা যাক। তাঁকে মাস্টার ব্লাস্টার নামেও ডাকা হয়। এই ডাক নাম বললে সকলেই বুঝে যান, কার কথা বলা হচ্ছে। তেমনই মহেন্দ্র সিং ধোনিকে সারা বিশ্ব ‘ক্যাপ্টেন কুল’ নামেও চেনে। সম্প্রতি একটি খবর সাড়া ফেলে দিয়েছে। মহেন্দ্র সিং ধোনি নিজের ডাক নাম ‘ক্যাপ্টেন কুল’ এর ট্রেডমার্ক নিতে চাইছেন। যার অনুমতিও মিলেছে। এর ফলে অন্য কেউ আর ক্যাপ্টেন কুল নামটি ব্যবহার করতে পারবেন না। এটি শুধুমাত্র ধোনির জন্যই ব্যবহৃত হবে। স্বাভাবিক ভাবেই কৌতুহল জাগতে পারে, বাকিদের ক্ষেত্রেও কি এমনটা সম্ভব?
আন্তর্জাতিক ক্রিকেটকে বহু আগেই বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। আগামী মরসুমে অবশ্য নিশ্চিত নয়, খেলবেন কি না। মাঠে নামলেই ধোনি ধোনি রব ওঠে। গ্যালারিতে ক্যাপ্টেন কুল-লেখা ব্যানার দেখা যায়। এ বার পুরোপুরি এই ক্যাপ্টেন কুল-এর স্বত্ব ধোনির।
অনেকেই তাঁদের নামের ট্রেডমার্ক নিতে পারেন। এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, সেই নামটি ব্র্যান্ড হয়ে উঠতে হবে। যেগুলি খুবই কমন নাম, তার জন্য কখনোই ট্রেডমার্ক পাওয়া যাবে না। নামটি যদি ব্যতিক্রমী হয়, তবেই তার ট্রেডমার্কের জন্য আবেদন করা যাবে। উদাহরণ হিসেবে বলা যাক, বাংলা ও বাঙালিদের অনেক নামই ঘরে ঘরে খুঁজে পাওয়া যায়। সেই নামের ট্রেডমার্ক চেয়েও কোনও লাভ হবে না।
ব্যতিক্রমী নাম হলে কেউ ট্রেডমার্কের জন্য আবেদন করতেই পারেন। আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য খরচ প্রায় সাড়ে চার থেকে ৯ হাজার টাকা। আবেদনের প্রেক্ষিতে যাতে যদি কোনও অবজেকশন না আসে তা হলে ট্রেডমার্ক পাওয়া যেতে পারে।
