নিউ ইয়র্ক: ইউএস ওপেনের (US Open 2023) শীর্ষ বাছাই বছর কুড়ির কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। এই টুর্নামেন্টে খেলছেন সার্বিয়ান সুপারস্টার নোভাক জকোভিচ (Novak Djokovic)। তিনি পৌঁছে গিয়েছেন টুর্নামেন্টের সেমিফাইনালে। এ বার শেষ চারের টিকিট নিশ্চিত করলেন এটিপি ক্রমতালিকার শীর্ষে থাকা স্পেনের তরুণ তুর্কি আলকারাজ। চলতি যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জার্মান তারকা আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে নেমেছিলেন আলকারাজ। কোয়ার্টার ফাইনালে দাপট দেখিয়ে সেমিফাইনালে এন্ট্রি হয়েছে আলকারাজের। এ বার শেষ চারে কার মুখোমুখি আলকারাজ জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এ বারের ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেরেভকে আলকারাজ হারিয়েছেন ৬-৩, ৬-২, ৬-৪ ব্যবধানে। এই স্কোরলাইন দেখেই পরিষ্কার আর্থার অ্যাশ স্টেডিয়ামে জেরেভের বিরুদ্ধে দাপট দেখিয়ে জিতেছেন আলকারাজ।
সেমিফাইনালে ওঠার পর আলকারাজ জানান কোর্টে নামলে তিনি চেষ্টা করেন কিছু আলাদা আলাদা শট খেলার। তিনি বলেন, ‘টুর্নামেন্টে আমি নিজের জন্য খেলছি ঠিকই, কিন্তু এখানে যে দর্শকরা রয়েছেন তাঁদের খুশি করতে চাইছি। আমি চেষ্টা করছি মাঝে মাঝে এমন কিছু শট খেলার, যা দর্শকরা আগে দেখেনি। কোর্টে নামলে সে কথাও মাথায় থাকে আমার।’
2️⃣0️⃣2️⃣2️⃣ – 2️⃣0️⃣2️⃣3️⃣ pic.twitter.com/ZsF4grsmKy
— US Open Tennis (@usopen) September 7, 2023
ইউএস ওপেন খেতাব ধরে রাখার জন্য সেমিফাইনালে কার্লোস আলকারাজকে হারাতে হবে রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভকে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের তৃতীয় বাছাই মেদভেদেভের বিরুদ্ধে নামবেন আলকারাজ। ২০২২ সালে ক্যাসপার রুডকে হারিয়ে প্রথম যুক্তরাষ্ট্র ওপেন খেতাব জিতেছিলেন আলকারাজ। সেই প্রথম বার এটিপি ক্রমতালিকার শীর্ষে উঠেছিলেন কার্লোস আলকারাজ। এ বার দেখার বছরের শেষ গ্র্যান্ড স্লাম আলকারাজের মুঠোয় আসে কিনা। তেমনটা হলে আলকারাজ এই নিয়ে চলতি বছরে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতবেন। এর আগে চলতি বছরে নোভাক জকোভিচকে হারিয়ে উইম্বলডন খেতাব অর্জন করেছিলেন আলকারাজ।
উল্লেখ্য, আলকারাজ-মেদভেদেভের পাশাপাশি অপর সেমিফাইনালে মুখোমুখি হবেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ও মার্কিন টেনিস তারকা বেন শেল্টন।