IND vs AUS, 2nd Test: ফিট শ্রেয়স, দিল্লি টেস্ট থেকে বাদ সূর্য? দ্রাবিড় বললেন…

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 16, 2023 | 7:04 PM

শুক্রবার থেকে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। নাগপুরে প্রথম টেস্ট জয়ের পরও প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা। কারণ চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন শ্রেয়স আইয়ার।

IND vs AUS, 2nd Test: ফিট শ্রেয়স, দিল্লি টেস্ট থেকে বাদ সূর্য? দ্রাবিড় বললেন...
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: স্পিন জাদুতে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্ট হাসতে হাসতে জিতে নিয়েছে ভারত। তবুও কিছু কিছু জায়গা নিয়ে চিন্তার কারণ রয়ে গিয়েছে। যেমন, লাগাতার খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল (KL Rahul)। অভিষেক টেস্টে দাগ কাটতে পারেননি সূর্যকুমার যাদব। শুক্রবার থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট। দিল্লির নেটে কঠিন অনুশীলনে মগ্ন থাকতে দেখা গিয়েছে লোকেশ রাহুলকে। অনুশীলনের পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মার মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছে। এমনিতে উইনিং কম্বিনেশনে বদল আনতে না চাইলেও লোকেশ রাহুলের খারাপ ফর্ম এবং বিকল্প হিসেবে শুভমন গিলের দুরন্ত ফর্মে থাকার কারণে টিম ইন্ডিয়া দিল্লি টেস্টের একাদশে পরিবর্তন নিয়ে নামতে পারে। কোচ রাহুল দ্রাবিড়ের কথা সেই ইঙ্গিতও পাওয়া গিয়েছে কিছুটা। দ্বিতীয় টেস্টে কেমন হতে পারে ভারতের একাদশ? তুলে ধরল TV9 Bangla

একাদশে শ্রেয়াস আইয়ার?

উইনিং কম্বিনেশনে বদলের সম্ভাবনা কারণই হলেন শ্রেয়স আইয়ার। পিঠের চোটের কারণে নাগপুরে প্রথম টেস্টে খেলতে পারেননি শ্রেয়স। দ্বিতীয় টেস্টেও তাঁর ফেরার সম্ভাবনা নেই বলেই শোনা যাচ্ছিল। একেবারে শেষমুহূর্তে শোনা গেল, দিল্লি টেস্টের জন্য শ্রেয়সকে ফিট ঘোষণা করে দেওয়া হয়েছে। এনসিএ-র মেডিক্যাল টিমের দেওয়া ছাড়পত্র হাতে নিয়ে দিল্লি পৌঁছে গিয়েছেন শ্রেয়স। একই সঙ্গে টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্কের জন্য মাথাব্যথাও নিয়ে এসেছেন।

কারণ শ্রেয়স ফিরলে মিডল অর্ডারে নামবেন। যে কারণে নাগপুর টেস্টে অভিষেক হওয়া সূর্যকুমার যাদব হয়তো দলের বাইরে থাকবেন। যদিও কোচ রাহুল দ্রাবিড় স্পষ্ট বলে দিয়েছেন, পাঁচদিনের টেস্টে খেলার জন্য উপযোগী মনে হলে তবেই শ্রেয়সকে খেলানো হবে। গত ৩২ দিন ধরে শ্রেয়স প্রতিযোগিতামূলক বা কোনও অনুশীলন ম্যাচও খেলেননি। এতদিনের বিরতির পর হঠাৎ করে পাঁচদিনের টেস্ট ম্যাচ তাঁর শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। একইসঙ্গে দ্রাবিড় এটাও বলেছেন, শ্রেয়সকে যদি খেলানোর উপযোগী বলে মনে হয় তাহলে অবশ্যই দিল্লি টেস্টে তাঁকে রেখেই একাদশ সাজানো হবে।

Next Article