বার্মিংহ্যাম: আজ, সোমবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) শেষ দিন। এ বারের কমনওয়েলথ গেমস থেকে ভারতেও আজও একাধিক পদক আসবে। এই মাল্টি স্পোর্টস ইভেন্টে প্রতিদিনই ভারতের পদক সংখ্যা বেড়ে চলেছে। এখনও অবধি বার্মিংহ্যাম থেকে মোট ৫৫টি পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। আজ বার্মিংহ্যাম থেকে ব্যাডমিন্টনে সিন্ধু-লক্ষ্যর হাত ধরে ভারতের পদক প্রাপ্তি নিশ্চিত। এ ছাড়াও আজ কমনওয়েলথ থেকে ভারতের পুরুষ হকি দল, টেবল টেনিস থেকেও একাধিক পদক লাভের সম্ভবনা রয়েছে। তার আগে জেনে নিন দশম দিনের শেষ অবধি কোন বিভাগ থেকে মোট ৫৫টি পদক (Commonwealth Games 2022 Medals Tally) পেয়েছেন ভারতের কোন অ্যাথলিটরা…
১) সোনা – ১৮টি
২) রুপো – ১৫টি
৩) ব্রোঞ্জ – ২২টি
১) মীরাবাঈ চানু – সোনা, মহিলাদের ৪৯ কেজি – ভারোত্তোলন
২) জেরেমি লালরিননুনগা – সোনা, পুরুষদের ৬৭ কেজি – ভারোত্তোলন
৩) অচিন্ত্য শিউলি – সোনা, পুরুষদের ৭৩ কেজি – ভারোত্তোলন
৪) সংকেত মহাদেব সারগর – রুপো, পুরুষদের ৫৫ কেজি – ভারোত্তোলন
৫) বিন্দিয়ারানি দেবী – রুপো, মহিলাদের ৫৫ কেজি – ভারোত্তোলন
৬) সুশীলা দেবী লিকমাবাম – রুপো, মহিলাদের ৪৮ কেজি – জুডো
৭) গুরুরাজা পূজারি – ব্রোঞ্জ, পুরুষদের ৬১ কেজি – ভারোত্তোলন
৮) বিজয় কুমার যাদব – ব্রোঞ্জ, পুরুষদের ৬০ কেজি – জুডো
৯) হরজিন্দর কৌর – ব্রোঞ্জ, মহিলাদের ৭১ কেজি – ভারোত্তোলন
১০) মেয়েদের লন বল ফোর টিম- সোনার পদক
১১) পুরুষদের টেবল টেনিস দল – সোনা
১২) বিকাশ ঠাকুর – রুপো, পুরুষদের ৯৬ কেজি – ভারোত্তোলন
১৩) ব্যাডমিন্টন মিক্সড টিম – রুপো
১৪) তেজস্বিন শংকর – ব্রোঞ্জ, পুরুষদের হাই জাম্প
১৫) তুলিকা মান – রুপো, মহিলাদের +৭৮ জুডো
১৬) সৌরভ ঘোষাল – ব্রোঞ্জ, পুরুষদের সিঙ্গলস – স্কোয়াশ
১৭) লভপ্রীত সিং – ব্রোঞ্জ, পুরুষদের ১০৯ কেজি – ভারোত্তোলন
১৮) গুরদীপ সিং – ব্রোঞ্জ, পুরুষদের ১০৯+ কেজি – ভারোত্তোলন
১৯) সুধীর – সোনা, পুরুষদের হেভিওয়েট – প্যারা ওয়েটলিফ্টিং
২০) মুরলী শ্রীশংকর – রুপো, পুরুষদের লং জাম্প
২১) অংশু মালিক – রুপো, মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি
২২) বজরং পুনিয়া – সোনা, পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তি
২৩) সাক্ষী মালিক – সোনা, মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তি
২৪) দীপক পুনিয়া – সোনা, পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল কুস্তি
২৫) দিব্যা কাকরান – ব্রোঞ্জ, মহিলাদের ৬৮ কেজি ফ্রিস্টাইল কুস্তি
২৬) মোহিত গ্রেওয়াল – ব্রোঞ্জ, পুরুষদের ১২৫ কেজি ফ্রিস্টাইল কুস্তি
২৭) প্রিয়াঙ্কা গোস্বামী – রুপো, মহিলাদের ১০০০০ মিটার রেস ওয়াক, অ্যাথলেটিক্স
২৮) অবিনাশ সাবলে – রুপো, পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ, অ্যাথলেটিক্স
২৯) লন বল – রুপো, ভারতের পুরুষ দল
৩০) জেসমিন ল্যাম্বোরিয়া – ব্রোঞ্জ, মহিলাদের ৬০ কেজি লাইটওয়েট বক্সিং
৩১) পূজা গেহলট – ব্রোঞ্জ, মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি
৩২) রবি কুমার দাহিয়া – সোনা, পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি
৩৩) বিনেশ ফোগত – সোনা, মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল কুস্তি
৩৪) নবীন – সোনা, পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইল কুস্তি
৩৫) পূজা সিহাগ – ব্রোঞ্জ, মহিলাদের ৭৬ কেজি ফ্রিস্টাইল কুস্তি
৩৬) মহম্মদ হুসামুদ্দিন – ব্রোঞ্জ, পুরুষদের ৫৭ কেজি ফেদারওয়েট বক্সিং
৩৭) দীপক নেহরা – ব্রোঞ্জ, পুরুষদের ৯৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি
৩৮) রোহিত টোকাস – ব্রোঞ্জ, পুরুষদের ৬৭ কেজি ওয়েল্টারওয়েট বক্সিং
৩৯) সোনাল প্যাটেল – ব্রোঞ্জ, মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫, প্যারা টেবল টেনিস
৪০) ভাবিনা প্যাটেল – সোনা, মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫, প্যারা টেবল টেনিস
৪১) নীতু গংঘাস – সোনা, মহিলাদের ৪৮ কেজি বক্সিং
৪২) অমিত পাঙ্ঘাল – সোনা,পুরুষদের ৫১ কেজি ফ্লাইওয়েট বক্সিং
৪৩) নিখাত জারিন – সোনা, মহিলাদের ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট বক্সিং
৪৪) এলডোস পল – সোনা, পুরুষদের ট্রিপল জাম্প
৪৫) অচিন্ত্য শরথকমল- সৃজা আকুলা – সোনা, মিক্সড ডাবলস, টেবল টেনিস
৪৬) মেয়েদের ক্রিকেট টিম – রুপো
৪৭) অচিন্ত্য শরথকমল-সাথিয়ান গণশেখরন – রুপো, পুরুষদের ডাবলস , টেবল টেনিস
৪৮) সাগর অহলত – রুপো, ৯২ কেজি সুপার হেভিওয়েট, বক্সিং
৪৯) আবদুল্লা আবুবাকের – রুপো, পুরুষদের ট্রিপল জাম্প
৫০) মহিলাদের হকি দল – ব্রোঞ্জ
৫১) সন্দীপ কুমার – ব্রোঞ্জ, পুরুষদের ১০ হাজার মিটার রেস ওয়াক
৫২) কিদাম্বি শ্রীকান্ত – ব্রোঞ্জ, পুরুষদের সিঙ্গলস, ব্যাডমিন্টন
৫৩) ত্রিশা জলি-গায়েত্রী গোপীচাঁদ – ব্রোঞ্জ, মহিলাদের ডাবলস, ব্যাডমিন্টন
৫৪) দীপিকা পাল্লিকাল-সৌরভ ঘোষাল – ব্রোঞ্জ, মিক্সড ডাবলস, স্কোয়াশ
৫৫) অন্নু রানি – ব্রোঞ্জ, মহিলাদের জ্যাভলিন থ্রো
১) অস্ট্রেলিয়া (৬৬টি সোনা, ৫৫টি রুপো, ৫৩টি ব্রোঞ্জ) – মোট- ১৭৪টি
২) ইংল্যান্ড (৫৫টি সোনা, ৫৯টি রুপো, ৫২টি ব্রোঞ্জ) – মোট- ১৬৬টি
৩) কানাডা (২৬টি সোনা, ৩১টি রুপো, ৩৪টি ব্রোঞ্জ) – মোট- ৯১টি
৪) নিউজিল্যান্ড (১৯টি সোনা, ১২টি রুপো, ১৭টি ব্রোঞ্জ) – মোট- ৪৮টি
৫) ভারত (১৮টি সোনা, ১৫টি রুপো, ২২টি ব্রোঞ্জ) – মোট- ৫৫টি