CWG 2022 India Medals Tally: কমনওয়েলথের চারদিন পর কত পদক এল ভারতের ঝুলিতে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 02, 2022 | 10:06 AM

Birmingham Commonwealth Games 2022 Medals Table in Bengali: আজ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পঞ্চম দিন। আজও ভারতের পদক সংখ্যা বাড়ার সুযোগ রয়েছে।

CWG 2022 India Medals Tally: কমনওয়েলথের চারদিন পর কত পদক এল ভারতের ঝুলিতে?
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা...

Follow Us

বার্মিংহ্যাম: আজ, মঙ্গলবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Birmingham Commonwealth Games 2022) পঞ্চম দিন। কমনওয়েলথ গেমসের একটা করে দিন পেরোচ্ছে, আর ভারতের পদক সংখ্যা বাড়ছে। গোল্ড কোস্ট কমনওয়েলথে শেষ বার ভারতের সব থেকে ভালো পারফরম্যান্স ছিল। মোট ৬৬টি পদক এসেছিল ২০১৮ সালের গোল্ড কোস্ট থেকে। চলতি কমনওয়েলথ গেমস থেকে তার থেকেও বেশি পদকের প্রত্যাশা রয়েছে ভারতের। আর ভারতীয় অ্যাথলিটরাও প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন দেশকে একের পর এক পদক এনে দেওয়ার। ২০১৮ সালে ২৬ টি সোনা, ২০টি রুপো ও ২০ টি ব্রোঞ্জ পেয়েছিল ভারত। এবং সম্পূর্ণ পদক তালিকায় তিন নম্বরে শেষ করেছিল ভারত। এখনও অবধি বার্মিংহ্যাম থেকে মোট ৯টি পদক পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। আজ এই মাল্টি স্পোর্টস ইভেন্টের পঞ্চম দিন। সেখানে ভারতের একাধিক পদক লাভের সম্ভবনা রয়েছে। তার আগে জেনে নিন কোন বিভাগ থেকে এই ৯টি পদক (Commonwealth Games 2022 Medals Tally) পেয়েছেন ভারতের কোন অ্যাথলিটরা…

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটরা কী কী পদক পেয়েছেন?

  • ১) সোনা – ৩টি
  • ২) রুপো – ৩টি
  • ৩) ব্রোঞ্জ – ৩টি

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কোন ভারতীয় অ্যাথলিটরা পদক লাভ করেছেন?

  • ১) মীরাবাঈ চানু – সোনা, মহিলাদের ৪৯ কেজি – ভারোত্তোলন
  • ২) জেরেমি লালরিননুনগা – সোনা, পুরুষদের ৬৭ কেজি – ভারোত্তোলন
  • ৩) অচিন্ত্য শিউলি – সোনা, পুরুষদের ৭৩ কেজি – ভারোত্তোলন
  • ৪) সংকেত মহাদেব সারগর – রুপো, পুরুষদের ৫৫ কেজি – ভারোত্তোলন
  • ৫) বিন্দিয়ারানি দেবী – রুপো, মহিলাদের ৫৫ কেজি – ভারোত্তোলন
  • ৬) সুশীলা দেবী লিকমাবাম – রুপো, মহিলাদের ৪৮ কেজি – জুডো
  • ৭) গুরুরাজা পূজারি – ব্রোঞ্জ, পুরুষদের ৬১ কেজি – ভারোত্তোলন
  • ৮) বিজয় কুমার যাদব – ব্রোঞ্জ, পুরুষদের ৬০ কেজি – জুডো
  • ৯) হরজিন্দর কৌর – ব্রোঞ্জ, মহিলাদের ৭১ কেজি – ভারোত্তোলন

এই মুহূর্তে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পদক তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

  • ১) অস্ট্রেলিয়া (৩১টি সোনা, ২০টি রুপো, ২০টি ব্রোঞ্জ)
  • ২) ইংল্যান্ড (২১টি সোনা, ২২টি রুপো, ১১টি ব্রোঞ্জ)
  • ৩) নিউজিল্যান্ড (১৩টি সোনা, ৭টি রুপো, ৪টি ব্রোঞ্জ)
  • ৪) কানাডা (৬টি সোনা, ১১টি রুপো, ১৬টি ব্রোঞ্জ)
  • ৫) দক্ষিণ আফ্রিকা (৫টি সোনা, ৩টি রুপো, ৪টি ব্রোঞ্জ)
  • ৬) ভারত (৩টি সোনা, ৩টি রুপো, ৩টি ব্রোঞ্জ)

কমনওয়েলথের চারদিন পর কত পদক এল ভারতের ঝুলিতে?

Next Article