বার্মিংহ্যাম: বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে মঙ্গলবার দিনটা দারুণ কেটেছে ভারত। ঘরে এসেছে দুটি সোনা, দুটি রুপো-সহ চারটি পদক। লন বল, টেবল টেনিসে এল সোনার পদক। ব্যাডমিন্টন মিক্সড টিম বিভাগ রুপো পেয়েছে। ব্যক্তিগত বিভাগ থেকে পঞ্চমদিনের একমাত্র পদকটি হল বিকাশ ঠাকুরের। ভারোত্তোলনে রুপো পেয়েছেন তিনি। পাঁচদিন অতিক্রান্ত। দেশের ঝুলিতে ৫টি সোনা-সহ মোট ১৩টি পদক এসেছে। ২০১০ কমনওয়েলথ গেমসে সবচেয়ে ভালো পারফরম্যান্স ছিল ভারতের। ১০১টি পদক নিয়ে মেডেল তালিকার দ্বিতীয় স্থানে শেষ করে ভারত।
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটরা কী কী পদক পেয়েছেন?
১. সোনা- ৫টি
২. রুপো – ৫টি
৩. ব্রোঞ্জ – ৩টি
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে কোন কোন খেলায় ভারত পদক পেয়েছে?
১) মীরাবাঈ চানু – সোনা, মহিলাদের ৪৯ কেজি – ভারোত্তোলন
২) জেরেমি লালরিননুনগা – সোনা, পুরুষদের ৬৭ কেজি – ভারোত্তোলন
৩) অচিন্ত্য শিউলি – সোনা, পুরুষদের ৭৩ কেজি – ভারোত্তোলন
৪) সংকেত মহাদেব সারগর – রুপো, পুরুষদের ৫৫ কেজি – ভারোত্তোলন
৫) বিন্দিয়ারানি দেবী – রুপো, মহিলাদের ৫৫ কেজি – ভারোত্তোলন
৬) সুশীলা দেবী লিকমাবাম – রুপো, মহিলাদের ৪৮ কেজি – জুডো
৭) গুরুরাজা পূজারি – ব্রোঞ্জ, পুরুষদের ৬১ কেজি – ভারোত্তোলন
৮) বিজয় কুমার যাদব – ব্রোঞ্জ, পুরুষদের ৬০ কেজি – জুডো
৯) হরজিন্দর কৌর – ব্রোঞ্জ, মহিলাদের ৭১ কেজি – ভারোত্তোলন
১০) মেয়েদের লন বল ফোর টিম- সোনার পদক
১১) পুরুষদের টেবল টেনিস দল- সোনার পদক
১২) বিকাশ ঠাকুর – রুপো, পুরুষদের ৯৬ কেজি- ভারোত্তোলন
১৩) ব্যাডমিন্টন মিক্সড টিম- রুপোর পদক
এই মুহূর্তে পদক তালিকায় ভারতের স্থান কত নম্বরে?
১) অস্ট্রেলিয়া (৪২টি সোনা, ৩২টি রুপো, ৩২ ব্রোঞ্জ)- ১০৬টি
২) ইংল্যান্ড (৩১টি সোনা, ৩৪টি রুপো, ২১টি ব্রোঞ্জ)- ৮৬টি
৩) নিউজিল্যান্ড (১৩টি সোনা, ৭টি রুপো, ৬টি ব্রোঞ্জ)- ২৬টি
৪) কানাডা (১১টি সোনা, ১৬টি রুপো, ১৯টি ব্রোঞ্জ)- ৪৬টি
৫) দক্ষিণ আফ্রিকা (৬টি সোনা, ৫টি রুপো, ৫টি ব্রোঞ্জ)-১৬টি
৬) ভারত (৫টি সোনা, ৫টি রুপো, ৩টি ব্রোঞ্জ)- ১৩টি