CWG 2022: অমিত-নীতুর মুষ্টিতে কুপোকাত বিপক্ষ, রবিবাসরীয় কমনওয়েলথে বক্সিংয়ে জোড়া সোনা

Commonwealth Games 2022 : কমনওয়েলথে পদকের রং বদলালেন অমিত (Amit Panghal)। অন্যদিকে নীতুর এটাই প্রথম কমনওয়েলথ পদক।

CWG 2022: অমিত-নীতুর মুষ্টিতে কুপোকাত বিপক্ষ, রবিবাসরীয় কমনওয়েলথে বক্সিংয়ে জোড়া সোনা
বক্সিংয়ে জোড়া সোনাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2022 | 4:27 PM

বার্মিংহ্যাম: রবিবাসরীয় কমনওয়েলথ গেমসের শুরু থেকেই পদকে বর্ষণ। হকিতে মেয়েদের ব্রোঞ্জের পর বক্সিংয়ে জোড়া সোনা। অমিত পাঙ্ঘাল ও নীতু গংঘাস। স্বর্ণ পদক জয়ের এই দুই দাবিদার দেশবাসীর প্রত্যাশার মান রাখলেন। কমনওয়েলথে (Commonwealth Games 2022) পদকের রং বদলালেন অমিত (Amit Panghal)। অন্যদিকে নীতুর এটাই প্রথম কমনওয়েলথ পদক। রবিবার দিনের শুরুতেই ভারতীয় বক্সারদের দাপট বুঝিয়ে দিল, আরও পদক অপেক্ষা করছে। ৪৮ কিলো বিভাগের ফাইনালে নীতু গংঘাসের (Nitu Ganghas) প্রতিপক্ষ ছিলেন ইংল্যান্ডের ডেমি জেড। বিজেন্দর কুমারের রাজ্যের বক্সারকে তিনটি রাউন্ডেই ইংল্যান্ডের ডেমির থেকে বেশি পয়েন্ট দেন। প্রথম রাউন্ডে পাঁচজনের মধ্যে চারজন জাজ নীতুতে ১০-১০ পয়েন্ট দেন। দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডেও একই ঘটনা ঘটেছে। ম্যাচে দু’জনকেই আক্রমণাত্মক দেখিয়েছে। শেষমেশ জাজদের ফয়সালা নীতুর পক্ষে যায়। কমনওয়েলথে অভিষেকেই সোনা জিতে নেন দু’বারের যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী নীতু।

অন্যদিকে বিপক্ষের বক্সারের উপর লাতাগার হামলা চালিয়ে কমনওয়েলথের রুপোর পদক সোনায় উন্নীত করলেন বক্সার অমিত পাঙ্ঘাল। নীতু গংঘাসের সোনা জয়ের অব্যবহিত পরই ৫১ কেজি ফ্লাইওয়েট বিভাগের ফাইনাল ম্যাচ জিতে নেন অমিত। প্রতিপক্ষ ইংল্যান্ডের বক্সার কিয়ারান ম্যাকডোনাল্ডকে ৫-০ ব্যবধানে হারান। প্রথম রাউন্ডে ৫ জন জাজ পাঙ্ঘালকে ১০-১০ পয়েন্ট দেয়। দ্বিতীয় রাউন্ডে পাঁচজনের মধ্যে চারজনই ১০-১০ পয়েন্ট দেন ভারতীয় বক্সারকে। তৃতীয় রাউন্ডেও তার পুনরাবৃত্তি হয়। জাজদের ফয়সালা যায় অমিতের পক্ষে। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন। এবার সোনার পদক গলায় দেশে ফিরবেন বক্সার অমিত।

অমিতের নামের পাশে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসের পদক রয়েছে। টোকিও অলিম্পিকে পদক জয়ের আশা নিয়ে যাওয়া অমিতকে খালি হাতে ফিরতে হয়েছিল। তখন বিশ্বের ১ নম্বর বক্সার ছিলেন অমিত পাঙ্ঘাল। প্রথম রাউন্ডের ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষের কাছে। সেই ব্যর্থতার পিছনে ব্যক্তিগত কোচ না থাকাকে দায়ী করেন অমিত। যাই হোক, অলিম্পিকের হতাশা কমনওয়েলথে কিছুটা হলেও মেটালেন।