
বার্মিংহ্যাম: আগামীকাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। মাল্টি স্পোর্টস ইভেন্টের এটি ২২ তম সংস্করণ। বার্মিংহ্যাম কমনওয়েলথে নানা দেশের ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। ভারতীয় ক্রীড়াবিদরাও এ বারের কমনওয়েলথের নানা ইভেন্টে পদকের লক্ষ্যে নামবেন। ভারত (India) থেকে এ বার মোট ২১৫ জন দল গিয়েছে বার্মিংহ্যামে। এর আগে ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল। ৬৬টি পদক এসেছিল সেইবার। এ বার পদকের প্রত্যাশা তার থেকেও আরও অনেক বেশি। কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের প্রথম দিনের সূচি দেখে নিন —
১) লন বল ও প্যারা লন বল (দুপুর ১)
২) জিমন্যাস্টিক্স – আর্টিস্টিক্স (দুপুর ১.৩০)
পুরুষদের দলের ফাইনাল ও ব্যক্তিগত কোয়ালিফিকেশন – সাব ডিভিশন ১
৩) টেবল টেনিস ও প্যারা টেবল টেনিস (দুপুর ২)
পুরুষদের দলগত বিভাগ, কোয়ালিফিকেশন রাউন্ড ১
মহিলাদের দলগত বিভাগ, কোয়ালিফিকেশন রাউন্ড ১
৪) সাইক্লিং – ট্র্যাক অ্যান্ড প্যারা ট্র্যাক (দুপুর ২.৩০)
৫) সাঁতার ও প্যারা সাঁতার (বিকেল ৩)
৬) ট্রাইথ্যালন ও প্যারা ট্রাইথ্যালন (বিকেল ৩.৩০)
৭)মেয়েদের ক্রিকেট (বিকেল ৩.৩০)
ভারত বনাম অস্ট্রেলিয়া (এজবাস্টন)
৮) বক্সিং (বিকেল ৪.৩০)
৯) স্কোয়াশ (বিকেল ৪.৩০)
১০) মেয়েদের হকি (সন্ধ্যা ৬.৩০)
গ্রুপ ম্যাচ – ভারত বনাম ঘানা
১১) ব্যাডমিন্টন (সন্ধ্যা ৬.৩০ মিনিট)
মিক্সড টিম ইভেন্ট কোয়ালিফিকেশন রাউন্ড ১, ভারত বনাম পাকিস্তান
অশ্বিনী পোনাপ্পা-বি সুমিত রেড্ডি : মিক্সড ডাবলস
২৯ জুলাই, ভারতীয় ক্রীড়াবিদদের কমনওয়েলথের প্রথম দিনের সূচি
উল্লেখ্য, ভারতের দর্শকরা কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটদের ইভেন্ট দেখতে পাবেন Sony TEN 1, Sony TEN 2, Sony TEN 3, Sony SIX এবং Sony TEN 4 চ্যানেলে। সোনি নেটওয়ার্ক ছাড়াও ডিডি স্পোর্টসে সরাসরি দেখা যাবে অনুষ্ঠান। পাশাপাশি Sony LIV অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাবেন।