বার্মিংহ্যাম: আজ, সোমবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) চতুর্থ দিন। মাল্টি স্পোর্টস ইভেন্টের এটি ২২ তম সংস্করণে ভারতের ঝুলিতে এখনও অবধি এসেছে ৬টি পদক। দ্বিতীয় দিন ভারোত্তোলন থেকে দেশকে চারটি পদক এনে দিয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা। মহিলাদের ভারোত্তোলনে সোনা জিতেছেন মীরাবাঈ চানু এবং রুপো পেয়েছেন বিন্দিয়ারানি দেবী। পুরুষদের ভারোত্তোলনে রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে সংকেত মহাদেব সারগর ও গুরুরাজা পূজারি। এরপর তৃতীয় দিন পুরুষদের ভারোত্তোলন থেকে ভারতকে জোড়া সোনা এনে দিয়েছেন ১৯ বছরের জেরেমি লালরিননুনগা এবং অচিন্ত্য শিউলি। আজ নজরে থাকবেন বাংলার মেয়ে প্রণতি। ভল্টের ফাইনালে উঠেছেন তিনি। বার্মিংহ্যাম কমনওয়েলথে নানা দেশের ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। ভারতীয় ক্রীড়াবিদরাও এ বারের কমনওয়েলথের নানা ইভেন্টে পদকের লক্ষ্যে নামছেন। ভারত (India) থেকে এ বার মোট ২১৫ জন দল গিয়েছে বার্মিংহ্যামে। এর আগে ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল। ৬৬টি পদক এসেছিল সেইবার। এ বার পদকের প্রত্যাশা তার থেকেও আরও অনেক বেশি। কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের চতুর্থ দিনের সূচি দেখে নিন —
১) বক্সিং (দুপুর ১২.১৫)
২) লন বল
ভারত বনাম নিউজিল্যান্ড (মহিলাদের সেমিফাইনাল)
৩) ভারোত্তোলন (দুপুর ২)
পুরুষদের ৮১ কেজি – অজয় সিং
৪) আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্স
মেয়েদের ভল্ট ফাইনাল – প্রণতি নায়েক
৫) জুডো (দুপুর ২.৩০)
৬) স্কোয়াশ
মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল – জোৎস্না চিনাপ্পা
৭) সাঁতার (বিকেল ৩)
৮) টেবল টেনিস
পুরুষদের সেমিফাইনাল – ভারত বনাম নাইজেরিয়া
৯) হকি (সন্ধ্যা ৬.৩০)
পুরুষদের গ্রুপ ম্যাচ – ভারত বনাম ইংল্যান্ড
১০) সাইক্লিং (সন্ধ্যা ৬.৩০)
১১) ভারোত্তোলন (রাত ১১)
মহিলাদের ৭১ কেজি – হরজিন্দর কৌর