IND W vs AUS W Highlights, T20 CWG 2022 : অল্পের জন্য সোনা হাতছাড়া, ভারতের রুপো

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 08, 2022 | 2:12 AM

India vs Australia Women Live Score in Bangla: গত পাঁচ বছরে তিন বার বড় মঞ্চে ফাইনালে হার ভারতের। ২০১৭ ওয়ান ডে বিশ্বকাপ, ২০২০ টি ২০ বিশ্বকাপের পর কমনওয়েলথ গেমস।

IND W vs AUS W Highlights, T20 CWG 2022 : অল্পের জন্য সোনা হাতছাড়া, ভারতের রুপো
ভারত-অস্ট্রেলিয়া সোনার পদকের ম্যাচ। (নিজস্ব ছবি)

Follow Us

এজবাস্টন : অনেকটা পথ পেরিয়ে লক্ষ্য পূরণের খুব সামনে এসেছিল। সোনার (Gold Medal) পদকের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia)। আশা জগিয়েও রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। ২০২০ টি ২০ বিশ্বকাপ ফাইনালের পর আরও একবার। বড় মঞ্চে ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দেশ। কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) ইতিহাসে প্রথমবার মেয়েদের ক্রিকেট। ইতিহাসের মঞ্চে ঐতিহাসিক পদক জিততে মরিয়া ছিল দু-দলই। ভারতীয় শিবিরে ব্যাটিংয়ের ক্ষেত্রে বড় ভরসা ছিলেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রডরিগজরা। বড় ম্যাচে ভরসা দিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং জেমিমা রডরিগজ। জয়ের সীমানা পেরনো গেল না তবুও। রান তাড়ায় হরমনপ্রীত-জেমিমা জুটি ভাঙতেই স্নায়ুর চাপ সামলাতে ব্যর্থ ভারতীয় ব্যাটিং।

Key Events

হরমনপ্রীত-জেমিমা

রান তাড়ায় নেমে শুরুতেই দুই উইকেট হারানো। তৃতীয় উইকেটে ৭১ বলে ৯৬ রান যোগ করে এই জুটি। তাঁরা ফিরতেই স্নায়ুর চাপ সামলাতে ব্যর্থ ভারতীয় ব্যাটিং।

অ্যাশলে গার্ডনার

ব্যাট হাতে ১৫ বলে ২৫ রান, বোলিংয়ে ৩ উইকেট। এর মধ্যে রয়েছে হরমনপ্রীতের উইকেটও। অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম নায়ক অ্যাশলে গার্ডনার।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 08 Aug 2022 12:46 AM (IST)

    এক নজরে

    • কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে ৯ রানে জিতল অস্ট্রেলিয়া।
    • টসে জিতে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া।
    • ভারতকে ১৬২ রানের লক্ষ্য দেয় তারা।
    • শুরুর ধাক্কা সামলে ৭১ বলে ৯৬ রানের জুটি হরমনপ্রীত কৌর-জেমিমা রডরিগজের।
    • এই জুটি ভাঙতেই খেই হারাল ভারত।
    • হরমনপ্রীত কৌর ৪৩ বলে ৬৫ রান করেন।
    • এক সময় ৩৪ বলে ৪৪ রান প্রয়োজন ছিল, হাতে ৮ উইকেট। সেখান থেকেও রুপোতেই সন্তষ্ট থাকতে হল।
  • 08 Aug 2022 12:41 AM (IST)

    অলআউট ভারত

    সোনা হাতছাড়া। কমনওয়েলথ গেমসে প্রথম বার মেয়েদের ক্রিকেট। সোনার পদক অস্ট্রেলিয়ার। ১৬২ রানের লক্ষ্যে নেমে ১৫২ রানে অলআউট ভারত। রুপোতেই সন্তষ্ট থাকতে হল ভারতকে।


  • 08 Aug 2022 12:36 AM (IST)

    শেষ ওভারে লক্ষ্য ১১

    হাতে ২ উইকেট। ৬ বলে ১১ রান প্রয়োজন ভারতের।

  • 08 Aug 2022 12:34 AM (IST)

    আউট দীপ্তিও

    ক্রমশ সোনা হাতছাড়ার দিকে…

  • 08 Aug 2022 12:30 AM (IST)

    আরও একটা রান আউট

    এবার রাধা যাদব। ক্রিজে কনকাশন পরিবর্ত যস্তিকা ভাটিয়া। হাল ছাড়ছেন না দীপ্তি শর্মা।

  • 08 Aug 2022 12:27 AM (IST)

    স্নেহ আউট

    রান আউট স্নেহ রানা। ভরসা এখন দীপ্তি শর্মা।

  • 08 Aug 2022 12:23 AM (IST)

    ১৮ বলে…

    ৩ ওভারে ২৮ রান প্রয়োজন ভারতের।

  • 08 Aug 2022 12:16 AM (IST)

    হিলির অনবদ্য ক্যাচ…

    অ্যালিসা হিলির অনবদ্য ক্যাচে ফিরলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। জয়ের আশা দেখাচ্ছিলেন তিনি। আগের বলেই আউট হয়েছেন পূজা বস্ত্রকার। হরমন ৪৩ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেন।

  • 08 Aug 2022 12:10 AM (IST)

    জুটি ভাঙল

    রেকর্ড জুটি ভাঙলেন মেগান শুট। ৩৩ বলে ৩৩ রানে ফিরলেন জেমিমা।

  • 07 Aug 2022 11:58 PM (IST)

    অধিনায়কের অর্ধশতরান

    মাত্র ৩৪ বলে অর্ধশতরানের ইনিংস অধিনায়ক হরমনপ্রীত কৌরের।

  • 07 Aug 2022 11:46 PM (IST)

    কনকাশনে বাইরে তানিয়া

    • ২০২০ টি ২০ বিশ্বকাপ ফাইনালের পর কমনওয়েলথ গেমস সোনার পদকের ম্যাচ।
    • ফের একবার কনকাশনে তানিয়া ভাটিয়া। এই ম্যাচে তাঁর পরিবর্তে ব্যাট করবেন যস্তিকা ভাটিয়া।
  • 07 Aug 2022 11:35 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    প্রথম পাওয়ার প্লে তে ২ উইকেট হারিয়ে ৪২ রান ভারতের।

  • 07 Aug 2022 11:22 PM (IST)

    সুযোগ নিতে ব্যর্থ

    সুযোগ নিতে ব্যর্থ শেফালি। এই ওভারেই ফের একবার শূন্যে বল। সহজ ক্যাচ তাহিলা ম্যাকগ্রার হাতে।

  • 07 Aug 2022 11:21 PM (IST)

    ক্যাচ ফসকাল অস্ট্রেলিয়া

    শেফালি বর্মার ক্যাচ ফসকালেন মেগান শুট। ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে এটিই।

  • 07 Aug 2022 11:18 PM (IST)

    বিরাট ধাক্কা

    দ্বিতীয় ওভারেই আউট স্মৃতি মান্ধানা। ৭ বলে মাত্র ৬ রানে ডার্সি ব্রাউনের বোলিংয়ে বোল্ড স্মৃতি। ক্রিজে জেমিমা।

  • 07 Aug 2022 11:08 PM (IST)

    এক নজরে

    • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
    • টস দেরী হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সরকারি বিবৃতিতে জানানো হয়, অলরাউন্ডার তাহিলা ম্যাকগ্রার কোভিড।
    • ভারতীয় দল টসের আগেই জানতে পারে সে কথা।
    • তাহিলাকে তবুও খেলার অনুমতি দেওয়া হয়েছে।
    • নির্ধারিত সময়ে ওভার সম্পূর্ণ না করতে পারায় ২০ তম ওভারে পেনাল্টি হিসেবে, ভারতীয় দল মাত্র তিন ফিল্ডার সার্কেলের বাইরে রাখতে পারে।
    • শেষ ওভারে মাত্র ৫ রান।
    • নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ অস্ট্রেলিয়ার।
    • রেনুকা সিং ঠাকুর ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট নেন।
  • 07 Aug 2022 10:58 PM (IST)

    ডিরেক্ট থ্রো

    স্মৃতি মান্ধানার ডিরেক্ট থ্রোয়ে এরও একটি উইকেট। ভারতের ফিল্ডিং অনবদ্য হয়েছে এই ম্যাচে।

  • 07 Aug 2022 10:56 PM (IST)

    পেনাল্টি

    নির্ধারিত সময়ে ওভার শেষ করতে ব্যর্থ ভারত। ২০ তম ওভারে সার্কেলের বাইরে মাত্র ৩ ফিল্ডার।

  • 07 Aug 2022 10:51 PM (IST)

    অফিসিয়াল আপডেট

    কোভিড পজিটিভ হওয়া সত্ত্বেও খেলার অনুমতি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহিলা ম্যাকগ্রাকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অফিসিয়াল আপডেট পাঠানো হয়েছে।

     

  • 07 Aug 2022 10:45 PM (IST)

    তাহিলার কোভিড!

    টস দেরী হওয়া নিয়ে কোনও অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, টসের আগে ভারতীয় দল জানতে পারে, তাহিলা ম্যাকগ্রার কোভিড উপসর্গ রয়েছে। তবুও তাঁকে খেলার অনুমতি দেয় কমনওয়েলথ গেমস কমিটি।

  • 07 Aug 2022 10:23 PM (IST)

    দুর্দান্ত ক্যাচ

    নিজের বোলিংয়ের অবিশ্বাস্য একটা রান আউট করেছিলেন রাধা যাদব। দীপ্তি শর্মার বোলিংয়ে ব্যাক ওয়ার্ড পয়েন্টে বাঁ দিকে ঝাপিয়ে অনবদ্য ক্যাচে ফেরালেন তাহিলা ম্যাকগ্রাকে।

     

  • 07 Aug 2022 10:17 PM (IST)

    অনবদ্য রান আউট

    অবিশ্বাস্য! মেথ মুনি স্টেপ আউট করে স্ট্রেট ড্রাইভ। বোলার রাধা যাদব বল ধরেন। কিপারের পরামর্শ ‘পিছে মার দে’। কার্যত, উইকেটের দিকে না তাকিয়েই পায়ের ফাঁক দিয়ে নন স্ট্রাইকার প্রান্তের উইকেট মারেন। ক্রিজের বাইরে ছিলেন মেগ ল্যানিং। রান আউট হয়ে ফিরলেন।

  • 07 Aug 2022 10:15 PM (IST)

    বোলিংয়ে অধিনায়ক

    দশম ওভারে বোলিংয়ে হরমনপ্রীত কৌর। ১৭ রান এল এই ওভারে।

  • 07 Aug 2022 09:59 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    • প্রথম পাওয়ার প্লে তে ৪৩-১ অস্ট্রেলিয়া।
    • পাওয়ার প্লে-র শেষ বলে হেলমেটে বল লাগে উইকেটরক্ষক তানিয়া ভাটিয়ার। উইকেটের কাছে কিপ করছিলেন পেসার রেনুকার বোলিংয়ে।
    • কনকাশন পরীক্ষা হচ্ছে তাঁর। ২০২০ টি ২০ বিশ্বকাপ ফাইনালে কনকাশনে মাঠ ছাড়েন তানিয়া। মেয়েদের ক্রিকেটে প্রথম কনকাশন পরিবর্ত হিসেবে নেমেছিলেন রিচা ঘোষ।
    • কনকাশন পরীক্ষায় পাশ। কিপিং করছেন তানিয়াই।
  • 07 Aug 2022 09:42 PM (IST)

    বিগ ব্রেক থ্রু

    অ্যালিসা হিলি আউট। এবারও বোলার রেনুকা সিং ঠাকুর। প্রথম ম্যাচে রেনুকাই ফিরিয়েছিলেন হিলিকে। এদিনও প্রথম ওভারে দুটি সুযোগ তৈরি হয়। প্রথম স্লিপ ঠিক জায়গায় থাকলে ক্যাচ হতে পারত। স্পেলের দ্বিতীয় ওভারের প্রথম বল। লেগ বিফোরের আবেদন। মাঠের আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় ভারত। উইকেটরক্ষক-বোলার দুজনই আত্মবিশ্বাসী ছিলেন। অধিনায়ক ভরসা করে রিভিউ নেন। সাফল্য আসে। ক্রিজে অধিনায়ক মেগ ল্যানিং।

     

    অ্যালিসা হিলির উইকেটের উচ্ছ্বাস।

  • 07 Aug 2022 09:34 PM (IST)

    ক্রিজ ছাড়ার সুযোগ নেই

    উইকেটের কাছে কিপার তানিয়া ভাটিয়া। ফলে রেনুকার সুইং আটকাতে ক্রিজ ছেড়ে এগিয়ে দাঁড়ানোর সুযোগ নেই অ্যালিসা হিলির। দুটি হাফ চান্সও তৈরি হল। শর্ট কভার এবং ওয়াইড স্লিপে। প্রথম ওভারে ৬ রান।

  • 07 Aug 2022 09:30 PM (IST)

    প্রস্তুত এজবাস্টন

    জাতীয় সঙ্গীতের পর, আতশবাজিতে মাঠে প্রবেশ দু দলের ক্রিকেটারদের। অনবদ্য পরিবেশ। অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করছেন অ্যালিসা হিলি-বেথ মুনি। বল হাতে রেনুকা সিং ঠাকুর।

  • 07 Aug 2022 09:16 PM (IST)

    একাদশ আপডেট

    ভারত : শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগজ, হরমনপ্রীত কৌর, তানিয়া ভাটিয়া, দীপ্তি শর্মা, রাধা যাদব, মেঘনা সিং, স্নেহ রানা, পূজা বস্ত্রকার, রেনুকা সিং ঠাকুর

     

    অস্ট্রেলিয়া : অ্যালিসা হিলি, বেথ মুনি, মেগ ল্যানিং, তাহিলা ম্যাকগ্রা, রাচেল হেইনেস, অ্যাশলে গার্ডনার, গ্রেস হ্যারিস, জেস জোনাসেন, অ্যালানা কিং, মেগান শুট, ডার্সি ব্রাউন

  • 07 Aug 2022 09:13 PM (IST)

    টস আপডেট

    • অস্ট্রেলিয়া অধিনায়ক মেগ ল্যানিং টসে জিতে ব্যাটিং নিলেন।
    • টস কারও নিয়ন্ত্রণে থাকে না। সুতরাং, রান তাড়া করতেও চিন্তিত নই, দর্শক সমর্থন আমাদের দিকেই বেশি থাকবে, জানালেন হরমনপ্রীত।
  • 07 Aug 2022 09:06 PM (IST)

    টসে দেরী

    এজবাস্টন থেকে আপডেট, টস পিছিয়েছে। আবহাওয়ায় অবনতি কী না, নিশ্চিত নয়।

  • 07 Aug 2022 08:51 PM (IST)

    এক সঙ্গে…

    সোনার ম্যাচের আগে হাডলে টিম ইন্ডিয়া।

     

  • 07 Aug 2022 08:40 PM (IST)

    শেষ মুহূর্তের প্রস্তুতি

    আর কিছুক্ষণের অপেক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে জেমিমা রডরিগজ।