IND W vs PAK W Highlights, T20 CWG 2022 : পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটের বড় জয় ভারতের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 31, 2022 | 7:04 PM

India vs Pakistan Women Live Score in Bangla : গ্রুপ এ তে জায়গা মজবুত করল ভারত।

IND W vs PAK W Highlights, T20 CWG 2022 :  পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটের বড় জয় ভারতের
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। (ছবি : নিজস্ব)

Follow Us

বার্মিংহ্যাম : বৃষ্টিতে অপেক্ষা দীর্ঘ হল। ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ পেলেন ক্রিকেট প্রেমীরা। কমনওয়েলথ গেমসে এবারই প্রথম যোগ হয়েছে মেয়েদের ক্রিকেট। অংশ নিচ্ছে আটটি দল। গ্রুপ এ তে রয়েছে ভারত। সঙ্গে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং বার্বাডোজ। উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। আশা জাগিয়েও হার ভারতের। পাকিস্তানও প্রথম ম্যাচে হেরেছে বার্বাডোজের কাছে। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় ভারতের। বোলিং-ফিল্ডিংয়ে অনবদ্য পারফরম্যান্স। টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ১৮ ওভারে ৯৯ রানে অলআউট পাকিস্তান। জবাবে স্মৃতি মান্ধানার অপরাজিত ৬৩ রানের সৌজন্যে সহজ জয়। সঙ্গে নেট রান রেটও বাড়িয়ে নিল ভারত।  গ্রুপে চারটি দল। সেরা দুই দল সেমিফাইনালে যাবে। এদিনের জয়ে জায়গা মজবুত করল ভারত।

Key Events

স্নেহ রানা-রাধা যাদব

রাজেশ্বরী গায়কোয়াড়ের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছিলেন স্নেহ। ২ উইকেট নিলেন। গত ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য রাধা যাদব। তিনিও ২ উইকেট নেন।

স্মৃতি মান্ধানা

গত ম্যাচে আক্রমণাত্মক শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। এদিন অপরাজিত ৬৩ রানে জিতিয়েই মাঠ ছাড়লেন।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 31 Jul 2022 06:47 PM (IST)

    দাপুটে জয়

    • চার মেরে ম্যাচ শেষ স্মৃতি মান্ধানার।
    • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত।
    • টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৮ ওভারে ৯৯ রানে অলআউট পাকিস্তান।
    • রান তাড়ায় ৪২ বলে ৬৩ রানে অপরাজিত স্মৃতি মান্ধানা।
    • ৩৮ বল বাকি থাকতেই জয়, নেট রান রেটও বাড়িয়ে নিল ভারত।
    • গ্রুপ এ তে ভারতের পরবর্তী প্রতিপক্ষ বার্বাডোজ।
  • 31 Jul 2022 06:30 PM (IST)

    ৬ মেরে অর্ধশতরানে স্মৃতি

    মাত্র ৩১ বলে ৭ টি বাউন্ডারি এবং তিনটি ছয় মেরে অর্ধশতরানে স্মৃতি মান্ধানা।


  • 31 Jul 2022 06:23 PM (IST)

    প্রথম ধাক্কা

    লেগ স্পিনার তুবা হোসেনের বলে কট বিহাইন্ড শেফালি। মাত্র ৯ বলে ১৬ রান শেফালির। ক্রিজে সাব্বিনেনি মেঘনা।

  • 31 Jul 2022 06:19 PM (IST)

    পাওয়ারফুল জুটি

    মাত্র ২৯ বলে অর্ধশতরানের জুটি শেফালি-স্মৃতির। বারবার বোলার বদলেও লাভ হয়নি। পাওয়ার প্লে-তে (৫ ওভার) বিনা উইকেটে ৫২ ভারতের।

  • 31 Jul 2022 06:10 PM (IST)

    স্মৃতির দর্শনীয় ব্যাটিং

    গত ম্যাচের মতোই আক্রমণাত্মক শুরু স্মৃতি মান্ধানার। শেফালি সেই অর্থে স্ট্রাইকই পাচ্ছিলেন না। এরপরই বিশাল ছক্কা শেফালির ব্যাটে।

  • 31 Jul 2022 05:54 PM (IST)

    এক নজরে

    • পাকিস্তান টসে জিতে ব্যাটিং নেয়।
    • বৃষ্টির কারণে দেরীতে ম্যাচ শুরু হয়। ওভার কমে দাঁড়ায় ১৮ ওভারের ম্যাচ।
    • শেষ বলেও উইকেট। ৯৯ রানে অলআউট পাকিস্তান।
    • এর মধ্যে তিনটি রান আউট, একটি স্টাম্পিং।
    • পাকিস্তানের একটিই বড় রানের জুটি। বিসমা মারুফ-মুনিবা আলি ৫০ রান যোগ করেন।
    • শেফালি ভার্মা নিজের বোলিংয়ে অনবদ্য ক্যাচ নেন।
    • ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট রাধা যাদব, স্নেহ রানার।
  • 31 Jul 2022 05:47 PM (IST)

    তিনটি রান আউট

    পাকিস্তান নবম উইকেট হারাল। এর মধ্যে তিনটি রান আউট।

  • 31 Jul 2022 05:02 PM (IST)

    রানার প্রতাপ

    একই ওভারে জোড়া ধাক্কা। অধিনায়ক বিসমা মারুফের পর মুনিবা আলিকেও ফেরালেন স্নেহ রানা। ক্রিজে দুই নতুন ব্যাটার। ৫০ রানের জুটিতে বড় স্কোরের ভিত গড়েছিলেন বিসমা-মুনিবা।

  • 31 Jul 2022 05:00 PM (IST)

    দ্বিতীয় ধাক্কা

    পাকিস্তান অধিনায়ক বিসমা মারুফকে (১৭) ফেরালেন স্নেহ রানা। লেগ বিফোর উইকেট। রিভিউ নিয়েও লাভ হয়নি।

  • 31 Jul 2022 04:43 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    প্রথম পাওয়ার প্লে-তে (৫ ওভার) ১ উইকেট হারিয়ে ২৬ রান পাকিস্তানের। ক্রিজে অধিনায়ক বিসমা মারুফের সঙ্গে মুনিবা আলি।

  • 31 Jul 2022 04:27 PM (IST)

    মেঘনা চাইতেই উইকেট

    অফস্টাম্পের সামান্য বাইরের বল। খাতা খোলার আগেই উইকেট। মেঘনা সিংয়ের বোলিংয়ে কট বিহাইন্ড ইরাম জাভেদ। ক্রিজে অধিনায়ক বিসমা মারুফ।

  • 31 Jul 2022 04:24 PM (IST)

    মেডেন

    পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভার মেডেন। অনবদ্য শুরু রেনুকা সিং ঠাকুরের। পাওয়ার প্লে-তে মেডেন, পার্থক্য গড়ে দিতে পারে।

  • 31 Jul 2022 04:14 PM (IST)

    ওভার কমল

    ১৮ ওভারের ম্যাাচ। ৫ ওভার পাওয়ার প্লে

  • 31 Jul 2022 04:03 PM (IST)

    একাদশ আপটেড

    ভারত একাদশ : শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, যস্তিকা ভাটিয়া, হরমনপ্রীত কউর, জেমিমা রডরিগজ, দীপ্তি শর্মা, সাব্বিনেনি মেঘনা, রাধা যাদব, মেঘনা সিং, স্নেহ রানা, রেনুকা সিং ঠাকুর।

    বাঁ হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড়ের পরিবর্তে অফ স্পিনার স্নেহ রানা। হরলীন দেওলের পরিবর্তে টপ অর্ডার ব্যাটার সাব্বিনেনি মেঘনা।

     

    পাকিস্তান একাদশ : ইরাম জাভেদ, মুনিবা আলি, ওমাইমা সোহেল, বিসমা মারুফ, কায়নাত ইমতিয়াজ, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ফাতিমা সানা, তুবা হাসান, ডায়না বেইগ, আনাম আমিন।

     

    গত ম্যাচে চোট পেয়েছিলেন পাকিস্তান অলরাউন্ডার নিদা দার। কানকাশনে একাদশে রাখা হয়নি তাঁকে। পাকিস্তান একাদশে কায়নাত ইমতিয়াজ।

  • 31 Jul 2022 03:56 PM (IST)

    টস আপটেড

    পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ভারতীয় দলে জোড়া পরিবর্তন, জানালেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।

     

  • 31 Jul 2022 03:46 PM (IST)

    ১০ মিনিট

    এজবাস্টনের খবর। ১০ মিনিট পর টস। যদি না ফের বৃষ্টি নামে। এখনও অবধি, ওভার কমছে না।

  • 31 Jul 2022 03:39 PM (IST)

    আবারও বৃষ্টি

    হতাশার আপটেড। কভার ওঠানো শুরু হয়েছিল। ভারতীয় দল ওয়ার্ম আপও শুরু করেছিল। সুপার সপারও ব্যবহার হয়েছে। ফের বৃষ্টি নামায়, কভার দেওয়া হচ্ছে। পুরো ওভার খেলা হবে তো!!!

  • 31 Jul 2022 03:38 PM (IST)

    এজবাস্টনে উৎসবও

    ভারত-পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুত সমর্থকরাও। কাকে সমর্থন করছেন? হয়তো ক্রিকেটকে…

     

  • 31 Jul 2022 03:26 PM (IST)

    ৪ মিনিট

    ভারতীয় সময় অনুযায়ী ৪ মিনিট পর টস। এমনটাই খবর।

  • 31 Jul 2022 03:24 PM (IST)

    সুপার-সপার

    সুপার সপার চলছে। কভারও উঠছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো টস।

  • 31 Jul 2022 03:22 PM (IST)

    কভার কখন উঠবে…

    ভারতীয় ড্রেসিংরুমও অপেক্ষায়, কতক্ষণে কভার উঠবে। ম্যাচ না হলে! এত নেগেটিভ না ভাবাই শ্রেয়। ইংল্যান্ড ওয়েদার যে কোনও সময় বদলে যেতে পারে…

     

     

  • 31 Jul 2022 03:16 PM (IST)

    এজবাস্টনের চিত্র

    ভারত-পাকিস্তান দু দেশের ক্রিকেট প্রেমীরা অবশ্যই, সঙ্গে হয়তো এজবাস্টনের গ্যালারিও প্রার্থনা করছে, ‘রেইন রেইন গো অ্যাওয়ে।’

     

  • 31 Jul 2022 03:06 PM (IST)

    টস পিছোল

    বৃষ্টিতে মাঠ ভেজা। টসে তাই দেরী। নজর রাখুন লাইভ আপটেডে।

  • 31 Jul 2022 02:51 PM (IST)

    হাউসফুলের ইঙ্গিত

    টিকিট আগেই শেষ। মাঠে ঢোকার তাড়া ক্রিকেটপ্রেমীদের। এজবাস্টন স্টেডিয়ামের বাইরের চিত্র তাই বলছে।

     

     

  • 31 Jul 2022 02:48 PM (IST)

    হাইভোল্টেজ-অপেক্ষা

    ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষা। এজবাস্টন স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন ক্রিকেটাররা।