CWG 2022: বার্মিংহ্যামে সোনার ‘লক্ষ্যপূরণ’ করতে চান লক্ষ্য সেন

Lakshya Sen: এ বার ফের বার্মিংহ্যামে সোনার লক্ষ্য নিয়ে ঝাঁপাবেন লক্ষ্য সেন। তবে এ বার তাঁর সামনে রয়েছে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) চ্যালেঞ্জ। 

CWG 2022: বার্মিংহ্যামে সোনার 'লক্ষ্যপূরণ' করতে চান লক্ষ্য সেন
ভারতীয় তারকা শাটলার লক্ষ্য সেনImage Credit source: Lakshya Sen Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2022 | 5:33 PM

নয়াদিল্লি: ভারতীয় ব্যডমিন্টনের (Badminton) নতুন পোস্টার বয় হলেন উত্তরাখণ্ডের আলমোরার বছর কুড়ির লক্ষ্য সেন (Lakshya Sen)। ঠিক চার মাস আগে বার্মিংহ্যামেই প্রথম ভারতীয় হিসেবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিলেন লক্ষ্য। ২১ বছরের ইতিহাসে তিনিই প্রথম সেই টুর্নামেন্টে সোনার সামনে দাঁড়িয়েছিলেন। তবে অল্পের জন্য তাঁর লক্ষ্যপূরণ হয়নি। তবে এ বার ফের বার্মিংহ্যামে সোনার লক্ষ্য নিয়ে ঝাঁপাবেন লক্ষ্য সেন। তবে এ বার তাঁর সামনে রয়েছে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) চ্যালেঞ্জ।

বার্মিংহ্যাম কমনওয়েলথের আগে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে লক্ষ্য বলেন, “ওখানকার হলে আমি খেলতে ভালোবাসি, এবং ওখানকার পরিবেশটাও আমার জন্য উপযুক্ত। ওখানে আমার অনেক ভালো স্মৃতি রয়েছে। আমি আত্মবিশ্বাসী এ বারও আমি ওখানে ভালো পারফর্ম করব। আমার সামনে একটি বড় টুর্নামেন্ট। তাই আমি নিজের সেরাটা দিয়ে পদক জেতার জন্য মুখিয়ে রয়েছি।”

ঠিক চার বছর আগে গোল্ড কোস্টে মিক্সড দল ভারতকে সোনা এনে দিয়েছিল। সেই সময় ১৬ বছরের লক্ষ্য সেনের চোখ আটকে ছিল টিভির পর্দায়। তিনিও দেশকে সোনা এনে দেওয়ার স্বপ্ন দেখতে থাকেন। এর পর অল্প বয়সেই তিনি নিজের প্রতিভাকে দারুণভাবে মেলে ধরেন। ফলে ব্যাডমিন্টনমহলে তাঁকে নিয়ে চর্চা হবে না, তেমনটা হতে পারে না। তাই তাঁর কাছ থেকে ভারতের প্রত্যাশাও রয়েছে। তবে এখন থেকেই পদকের রং নিয়ে ভাবতে নারাজ লক্ষ্য। তিনি বলেন, “সেরা ৩-৪ প্লেয়ারের কাছেই সুযোগ থাকবে সোনা জেতার এবং আমি এখন থেকেই পদকের রং নিয়ে ভাবতে চাই না। আমি প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। নিজেকে ফোকাসড রাখতে চাই।”

লক্ষ্য আরও বলেন, “শেষ বার যখন ভারত সোনা জিতেছিল, তখন আমি টিভিতে দেখেছিলাম। তার আগে কাশ্যপ ভাইয়াকে (পারুপল্লি) ২০১৪ সালে সোনা জিততে দেখেছিলাম। কিন্তু ২০১৮ সালটা সত্যিই আমার কাছে দারুণ মুহূর্ত ছিল। আমি ওই দলের অংশ হতে চেয়েছিলাম।”

গতবারের পারফর্ম্যান্স ধরে রাখতে চান লক্ষ্য। তাঁর কথায়, “কমনওয়েলথ গেমস ভারতের জন্য একটি মর্যাদাপূর্ণ ইভেন্ট। আমি মনে করি এটি অগ্রাধিকারের দিক থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পাশেই থাকবে। প্রত্যেকেই অলিম্পিক খেলতে আগ্রহী। কিন্তু তার আগে, সকলেই এই ধরনের একাধিক ইভেন্টে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন এবং সেগুলিতে ভালো পারফর্ম করতে চান। সুতরাং আমি অনেক ভেবেছি কীভাবে একটি দল হিসেবে আমরা গতবার যা অর্জন করতে পেয়েছি সেটার পুনরাবৃত্তি করতে পারি। এটা জেতা কঠিন হবে। কিন্তু আমি এটার জন্য অপেক্ষা করছি।”

চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?