বার্মিংহ্যাম: ভারোত্তলনে দেশের ভার বইছেন প্রায় একার কাঁধে। অলিম্পিক হোক বা কমনওয়েলথ, বিশ্ব দরবারে দেশের পদক জয়ের আশা, ভরসার নাম সাইখম মীরাবাঈ চানু। গতবছর টোকিয়ো অলিম্পিকে তাঁর রূপোর পদক দিয়ে শুরু হয়েছিল ভারতের সফর। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে তাঁর স্বর্ণপদক জয়ের মাধ্যমে সূচনা সোনার সফরের। সঙ্গে পাওনা কমনওয়েলথের মঞ্চে রেকর্ড। রিও অলিম্পিকের ব্যর্থতার জের এবং বিভিন্ন কারণে একসময় অবসাদে ভুগছিলেন। ভারোত্তোলন থেকে সরে দাঁড়ানোর ভাবনাও ঘুরছিল মাথায়। সেসব এখন অতীত। দুরন্ত কামব্যাকে মীরাবাঈ বুঝিয়ে দিয়েছেন, দেশকে তাঁর এখনও অনেক কিছু দেওয়ার বাকি। আগামীর ফোকাসটা সেদিকেই। গোল্ড কোস্ট কমনওয়েলথেও সোনা জিতেছিলেন। চানু বলছেন, “পরাবাস্তব জগতে রয়েছি বলে মনে হচ্ছে।”
চানুর আগে কমনওয়েলথ গেমসে কোনও মহিলা ভারোত্তলক স্ন্যাচে ৮৮ কিলো ওজন তুলতে পারেননি। রেকর্ড গড়ে চানুর সোনার পদক জয় এখন লোকমুখে ফিরছে। প্রশংসা যেন থামতেই চাইছে না। মণিপুরী ভারোত্তলককে অনুপ্রেরণা করে এগোতে চাইছে দেশের নব্য প্রজন্ম। সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া তাঁর প্রমাণ। চানুর স্বর্ণপদক জয়ের অভিনন্দন উৎসবে সামিল সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের তারকা খেলোয়াড়রা। আসুন দেখে নিই তাঁদের প্রতিক্রিয়া।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু: মীরাবাঈ চানু ভারোত্তোলনে স্বর্ণপদক জিতে ইতিহাস রচনা করেছেন। কমনওয়েলথ গেমসে গড়েছেন নতুন রেকর্ড। তাঁর প্রথম স্বর্ণপদক জয় গোটা দেশে আনন্দ ও উদযাপনের ঢেউ খেলছে। সাবাশ, মীরাবাঈ! এই দেশ আপনাকে নিয়ে গর্বিত।
Mirabai Chanu scripts history by winning weightlifting gold medal, setting a new record in #CommonwealthGames. Her first gold medal for India in the ongoing Games has created a wave of joy & celebration across the country. Well done, Mirabai! India is proud of you & your medals.
— President of India (@rashtrapatibhvn) July 30, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: ব্যতিক্রমী মীরাবাঈ চানু ফের দেশকে গর্বিত করেছেন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন এবং কমনওয়েলথে নতুন রেকর্ড গড়েছেন। আজ দেশবাসী ভীষণ খুশি। এই সাফল্য অনেক ভারতীয়, বিশেষ করে উদীয়মান খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।
The exceptional @mirabai_chanu makes India proud once again! Every Indian is delighted that she’s won a Gold and set a new Commonwealth record at the Birmingham Games. Her success inspires several Indians, especially budding athletes. pic.twitter.com/e1vtmKnD65
— Narendra Modi (@narendramodi) July 30, 2022
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ: গোল্ড মেডেল! দেশের ভারোত্তোলকরা তেরঙা আরও উঁচুতে নিয়ে যাচ্ছেন। দারুণ পারফরম্যান্স মীরাবাঈ চানু। অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন। আপনার কৃতিত্বে দেশ গর্বিত।
Gold medal?.
Indian weightlifters keeping the Indian flag flying high.
Well done @mirabai_chanu. You’ve shown remarkable grit and tenacity. The nation is proud of your achievement. pic.twitter.com/E6JarnMoWm
— Amit Shah (@AmitShah) July 30, 2022
মেরি কম: এবারের কমনওয়েলথ গেমসে নেই মেরি কম। যদিও বার্মিংহ্যামে দেশের প্রতিযোগীদের দিকে নজর রয়েছে তাঁর। চানুর সোনা জয়ের পর লিখলেন, “সুপার্ব। দেশকে প্রথম সোনার মেডেল দিলেন চানু।”
Superd..First Gold #CWG2022 @mirabai_chanu pic.twitter.com/dsw79EbNus
— M C Mary Kom OLY (@MangteC) July 30, 2022
মিতালি রাজ: দেশের ভারোত্তোলনের জন্য দারুণ একটা দিন। আমরা এখনও তিনটি পদক জিতেছি। এবং তিনটিই ভিন্ন রঙের। সংকেত সরগর, পি গুরুরাজা এবং মীরাবাঈ চানুকে পদক জয়ের জন্য অভিনন্দন। আপনারা আমাদের গর্বিত করেছেন।
What a day for weightlifting in India! We have won three medals and all three of different colors.
Congratulations to Sanket Sargar ?, P Gururaja ? and @mirabai_chanu ? for the medal haul. You make us proud. ??#CWG2022 pic.twitter.com/5cUeamKTq6
— Mithali Raj (@M_Raj03) July 30, 2022