Sandip Patil: হঠাৎ হাসপাতালে ভর্তি ৮৩’র বিশ্বকাপজয়ী দলের নায়ক
ইসিজি-সহ আরও কিছু শারীরিক পরীক্ষা হয়েছে তাঁর। ইসিজি রিপোর্টে কোনও জটিলতা না থাকলেও সিটি এনজিও পরীক্ষায় তাঁর শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা গিয়েছে। তাই চিকিৎসকরা বৃহস্পতিবার অ্যাঞ্জিওগ্রাফির পরামর্শ দিয়েছেন।
মুম্বই: সোমবার রাতে হঠাৎই বুকে ব্যথা নিয়ে মুম্বইয়ের (Mumbai) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ বছরের প্রাক্তন ক্রিকেটর সন্দীপ পাতিল (Sandip Patil)। বেশ কিছু শারীরিক পরীক্ষার পর আপাতত স্থিতিশীল অবস্থা তাঁর। তবে বৃহস্পতিবার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষীর মধ্য দিয়ে যেতে হবে তাঁকে। অসুস্থার মধ্যেও নিজের শারীরিক অবস্থা নিয়ে বক্তব্য রেখেছেন ১৯৮৩ বিশ্বকাপ (World Cup 1983) জয়ী। কী বলছেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
বিপজ্জনক অবস্থা পার করলেও এখনও বেশ কিছু জটিলতা রয়েছে সন্দীপের। তাই বৃহস্পতিবার অ্যাঞ্জিওগ্রাফি হবে তাঁর। অসুস্থতার কথা নিজের মুখেই বলেছেন তিনি। বিশ্বকাপ চ্যাম্পিয়ন প্রাক্তন ক্রিকেটার জানান, সোমবার রাতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁর বন্ধু ডা: বৈভব কাসোদেকরের সহায়তায় আন্ধেরির বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই ইসিজি-সহ আরও কয়েকটি শারীরিক পরীক্ষা হয় তাঁর। ইসিজি রিপোর্টে কোনও জটিলতা না থাকলেও সিটি এনজিও পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁর শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে। এই কারণেই তাঁর চিকিৎসকরা বৃহস্পতিবার অ্যাঞ্জিওগ্রাফির সিদ্ধান্ত নিয়েছেন।
শারীরিক অবস্থার খানিক উন্নতি হতেই পাতিলকে বলতে শোনা গেল, ৬৬ বছরের পুরানো মেশিন, তাই মাঝেমাঝে মেরামতির প্রয়োজন। ১৯৮৩ বিশ্বকাপ টিমে তাঁর সতীর্থদের কথা টেনে বললেন, “আমাদের দলটা ভেঙে যেতে বসেছে। যশপাল শর্মা গত বছর জুলাই মাসে আমাদের ছেড়ে চলে গিয়েছে। কপিলের হার্টের অবস্থাও ভালো না। এ বার আমার পালা।” তবে এ বারের অসুস্থতা থেকে শিক্ষা নিয়েই তিনি সবাইকে সচেতন করতে চান। তাই শেষে প্রাক্তন ক্রিকেটার বললেন, “যদি কোনও ধরনের সমস্যা মনে হয় আর দেরি করবেন না। আমার কিছু হয়নি, আমি হিরো, এই সমস্ত মনগড়া সান্ত্বনা নিজেকে না দিয়ে চিকিৎসকের কাছে যান”।