INDW vs BANW: লজ্জার ব্যাটিং, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম হারের নজির
India vs Bangladesh, Women's Cricket: ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে খেলানো হয়নি শেফালি ভার্মাকে। স্মৃতি মন্ধানার সঙ্গে ইনিংস ওপেন করেন প্রিয়া পুনিয়া। জুটি বদলালেও পরিস্থিতি সেই একই রইল।
টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ভারতের ব্যাটিং পারফরম্যান্স হতাশ করেছিল। ওয়ান ডে সিরিজের শুরুতেও সেই একই চিত্র। যার জেরে লজ্জার নজির। ওয়ান ডে ক্রিকেটে প্রথম বার বাংলাদেশের কাছে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইসে ৪০ রানে জিতল বাংলাদেশ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়ান ডে সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর আশ্বস্ত করেছিলেন, মন্থর পিচে রান তোলার রাস্তা খুঁজে নেবে ব্যাটিং লাইন আপ। যদিও সেটা হল না। টি-টোয়েন্টির মতোই হতাশার ব্যাটিং। প্রথমে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১৫২ রানেই গুটিয়ে যায়। ওয়ান ডে অভিষেকে অনবদ্য বোলিং অমনজ্যোৎ কৌরের। ৯ ওভারে ২টি মেডেন সহ মাত্র ৩১ রান দিয়ে ৪ উইকেট। অফস্পিনার স্নেহ রানা উইকেট না পেলেও অনবদ্য বোলিং। ৮ ওভারে ৩টি মেডেন, দিলেন মাত্র ১১ রান।
বাংলাদেশ ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য রান অধিনায়ক নিগার সুলতানার। ৩৯ রানে ফেরেন তিনি। ১০৩-৪ স্কোর থেকে বাংলাদেশ অলআউট ১৫২ রানেই। বোলারদের সৌজন্যে ম্যাচের রাশ ভারতের হাতেই ছিল। কিন্তু ব্যাটিংয়ে গন্ডগোল। ডাকওয়ার্থ লুইসের ভারতের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ১৫৪ রান।
ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে খেলানো হয়নি শেফালি ভার্মাকে। স্মৃতি মন্ধানার সঙ্গে ইনিংস ওপেন করেন প্রিয়া পুনিয়া। জুটি বদলালেও পরিস্থিতি সেই একই রইল। বাংলাদেশ পেসার মারুফা আখতার দুই ওপেনারকে ফেরান। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৫ বলে ৫ রান। মাত্র ৬১ রানে পাঁচ উইকেট হারায় ভারত। কেউই পার্টনারশিপ গড়তে পারলেন না। শেষ অবধি মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।
মারুফা আখতার ৪ উইকেট নেন। ভারতের মিডল অর্ডারে বিপর্যয় আনেন লেগ স্পিনার রাবেয়া খান। ম্যাচ শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, ‘আমরা দায়িত্ব নিতে পারিনি। খুবই খারাপ ব্যাটিং হয়েছে। বোলিংয়েও আমরা খুব ভালো পারফর্ম করতে পারিনি।’