India vs Australia T20 Series: ভারত-অস্ট্রেলিয়া ম্যচে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, গ্রেফতার দুই

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 03, 2023 | 5:12 PM

Ind vs Aus: খেলার মাঠে পছন্দের দলের হয়ে গলা ফাটাবে সমর্থকরা এটা তো স্বাভাবিক বিষয়। তবে ভারতীয় হয়ে পাকিস্তানের স্লোগান? এতেই যত বিপত্তি। বেঙ্গালুরুর এক পানশালায় ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচের লাইভ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। সেখানে পাকিস্তানের স্লোগান তোলেন ইন্নায়াত ও সৈয়দ মুবারক নামে দুই যুবক। আর এই অভিযোগে তাঁদের গ্রেফাতার করেছে বেঙ্গালুরু সিটি পুলিশ

India vs Australia T20 Series: ভারত-অস্ট্রেলিয়া ম্যচে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, গ্রেফতার দুই
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে গ্রেফতার দুই যুবক

Follow Us

বেঙ্গালুরু: এই কিছু দিন আগের কথা। দলের হয়ে গলা ফাটাতে গিয়ে পুলিশের কাছে ধমক খেয়েছিলেন এক পাক সমর্থক। ফের আবার শিরোনামে বেঙ্গালুরু (Bengaluru) । বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)  শেষ করে অজিদের বিরুদ্ধে পাঁচদিনের টি-২০ সিরিজ খেলছে ভারত। এই সিরিজের চতুর্থ ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia T-20 Series)। ওই ম্যাচে পাকিস্তানের স্লোগান দেওয়ার অভিযোগে ইন্নায়াত ও সৈয়দ মুবারক নামে দুই ভারতীয় যুবককে গ্রেফতার করল বেঙ্গালুরু সিটি পুলিশ। এ দিন ম্যাচ চলাকালীন ঠিক কী ঘটেছিল? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

খেলার মাঠে পছন্দের দলের হয়ে গলা ফাটাবে সমর্থকরা এটা তো স্বাভাবিক বিষয়। তবে ভারতীয় হয়ে পাকিস্তানের স্লোগান? এতেই যত বিপত্তি। বেঙ্গালুরুর এক পানশালায় ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচের লাইভ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। সেখানে পাকিস্তানের স্লোগান তোলেন ইন্নায়াত ও সৈয়দ মুবারক নামে দুই যুবক। আর এই অভিযোগে তাঁদের গ্রেফাতার করেছে বেঙ্গালুরু সিটি পুলিশ। জানা যাচ্ছে এই দুই যুবক বেঙ্গালুরুর নিউ গুরাপ্পানা পাল্যার বাসিন্দা।

 

এক পুলিশ অফিসার জানিয়েছেন, ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ। জেপি নগরের কাছে একটি পানশালায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের লাইভ স্ক্রিনিং হচ্ছিল। সেখানেই এই দুই যুবক হঠাৎ ‘পাকিস্তানের জিন্দাবাদ’ স্লোগান দেন। পাল্টা স্লোগান দেন ভারতীয় সমর্থকরা। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে পানশালার মালিক পুলিশকে গোটা বিষয়টা জানান। এরপরই ঘটনাস্থলে পৌঁছন বেঙ্গালুরু পুলিশ। এবং অবশেষে এই দুই যুবককে গ্রেফতার করা হয়।

Next Article