পানাজি: ক্রিকেট আর জুয়ার সম্পর্ক বহুদিনের। বুকিদের ফাঁদে পা দিয়ে ক্রিকেট কেরিয়ার ডুবেছে বহু ক্রিকেটারের। কখনও দেশ-বিদেশের ক্রিকেটারদের মোটা টাকার টোপ দেওয়া হয়। কখনও আবার ক্রিকেটারদের দামী পুরস্কারের লোভ দিয়েও থাকেন জুয়াড়িরা। দেশ-বিদেশে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রচুর বেটিং চক্র সক্রিয় রয়েছে। আইপিএল, বিশ্বকাপ এই সকল টুর্নামেন্ট চালু হলেই বেটিং (Betting) চক্রও অতিরিক্ত সচল হয়ে ওঠে। কারণ, এই সময় কারবারের দিগন্ত দেশ-বিদেশে খোলা থাকে। অনেক সময় বিশ্বকাপ এবং আইপিএলের বিভিন্ন ম্যাচে টাকা লাগিয়ে প্রচুর অর্থ উপার্জন করেছেন। কেউ কেউ আবার টাকা লাগিয়ে সর্বস্ব খুইয়েছেনও। এ বার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরু হতেই বেটিং চক্র আরও সক্রিয় হয়ে উঠল। ওডিআই বিশ্বকাপে ভারত-আফগানিস্তান (India vs Afghanistan) ম্যাচে বাজি ধরার কারণে গোয়া পুলিশ তিনজন ব্যক্তিকে গ্রেফতারও করেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
গোয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সে রাজ্যের রাজধানী পানাজির পোরভোরিম এলাকার এক বাংলোতে এই অবৈধ কার্যকলাপ চলছিল। পোরভোরিম পুলিশ এর ফলে তিনজনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত তিনজনই কর্ণাটকের বাসিন্দা। পোরভোরিম পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিন ব্যাক্তির বয়স ৩২ থেকে ৪৬ এর কাছাকাছি।
পোরভোরিম পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে। পানাজির ওই বাংলো থেকে একটি ল্যাপটপ, ওয়াই-ফাই রাউটার এবং এক লক্ষ টাকার অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে। পোরভোরিমের এক সিনিয়র পুলিশ কর্তা বলেন, ‘অভিযুক্তদের গোয়া, দমন ও দিউ পাবলিক জুয়া আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ছিল ভারত-আফগানিস্তান ম্যাচ। সেই ম্যাচ ৮ উইকেটে জিতেছে ভারত। সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই নিয়ে বিশ্বকাপে পরপর দু’টি ম্যাচ জিতল ভারত। শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে নামবেন রোহিত-বিরাটরা।